Deepika Padukone

Geharaiyaan: ‘গেহরাইয়াঁ’-তে দীপিকার সঙ্গেই দেখা গিয়েছে বোন অনীশাকে, জানতেন?

বেশ কিছু ধারাবাহিকে পরপর ভাস্বরকে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে। এ বারও কি তিনি সে ভাবেই ফিরছেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৩
বোন অনীশার সঙ্গে দীপিকা।

বোন অনীশার সঙ্গে দীপিকা।

শুক্রবার অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’। প্রেম, পরকীয়া, সম্পর্কে জটিলতা নিয়ে তৈরি এই ছবি ঘিরে নানা জনের নানা মত। তবে দীপিকা পাড়ুকোনের অভিনয় প্রশংসিত দর্শকমহলে। তবে জানেন কি, ছবির একটি দৃশ্যে দীপিকার সঙ্গেই দেখা গিয়েছে তাঁর বোন অনীশা পাড়ুকোনকে?

ছবির একটি দৃশ্যে নয়। বলা ভাল, দৃশ্যের একটি ছবিতে দেখা মিলেছে প্রাক্তন টেনিস তারকা প্রকাশ পাড়ুকোনের কনিষ্ঠা কন্যার। ‘গেহরাইয়াঁ’র একদম গোড়ার দিকে দুই বোন আলিশা (দীপিকার চরিত্র) এবং টিয়া (অনন্যার চরিত্র)-র ছোটবেলার কিছু ফ্রেমবন্দি মুহূর্ত দেখানো হয়। সেখানেই অন্যান্য আরও ছবির সঙ্গে দীপিকা এবং অনীশার শৈশবের একটি ছবি রাখা হয়েছে। বেশির ভাগেরই নজর এড়িয়ে গিয়েছে সূক্ষ্ম এই কারসাজি। তবে বিষয়টি চিহ্নিত করেছেন এক দর্শক। টুইটারে দুই বোনের ছবি দিয়ে লিখেছেন, ‘খুব ভাল লেগেছে ‘গেহরাইয়াঁ’। একটি দৃশ্যে পারিবারিক অন্যান্য ছবির মধ্যে দীপিকা-অনীশারও ছবি রাখা হয়েছে।’

Advertisement

বিষয়টি দীপিকার অনুরাগীদের গোচরে আসতেই বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা। ছবির পর্দায় একসঙ্গে দুই বোনের দেখা মেলা বিরল বৈকি!

Advertisement
আরও পড়ুন