Celeb Gossip

ধারাবাহিকের নায়কের সঙ্গে বিদেশে অদ্রিজা? সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

টানা শুটিংয়ের পর ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। ছবি বলছে, সফরসঙ্গী নাকি সহ-অভিনেতা? সত্যি?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৬:৩৩
অদ্রিজা রায় কি পারস অরোরার প্রেমে?

অদ্রিজা রায় কি পারস অরোরার প্রেমে? ছবি: ফেসবুক।

টানা শুটিংয়ের পর ছোট্ট অবসর। বিরতি উপভোগ করতে ইন্দোনেশিয়ায় উড়ে গিয়েছেন অদ্রিজা রায়। এক বান্ধবীর সঙ্গে বালিতে মজা করে সময় কাটাচ্ছেন তিনি। এমনই জানিয়েছিলেন অভিনেত্রী। এ দিকে সমাজমাধ্যমে ভাইরাল অন্য একটি ছবি। অদ্রিজা গত দু’বছর ধরে ব্যস্ত তাঁর হিন্দি ধারাবাহিক নিয়ে। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ধারাবাহিক ‘কুণ্ডলী ভাগ্য’তে। ছবি অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা নায়ক পারস অরোরার সঙ্গে বিদেশ সফরে!

Advertisement

তা হলে কি পারস-অদ্রিজা সম্পর্কে রয়েছেন? সেই কারণেই একসঙ্গে ছুটি কাটাতে বিদেশে?

প্রসঙ্গত, এর আগে অদ্রিজা তাঁর সহ-অভিনেতা ক্রুশল আহুজার সঙ্গেও অবসরে বেড়াতে গিয়েছেন। অর্থাৎ, ছবি যা বলছে সেটাই ঠিক? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। অদ্রিজার কথায়, “যে হেতু বিদেশ ভ্রমণ তাই টার্মিনাল ২ থেকে আমাদের প্রায় কাছাকাছি সময়ে বিমান ছিল। আমার আধ ঘণ্টা আগে। পারসের আধ ঘণ্টা পরে। ফলে, টার্মিনালে আমাদের দেখা গিয়েছে। আমরা একসঙ্গে ছবিও তুলেছি। ওখান থেকেই আমরা যে যার গন্তব্যে।” তিনি আরও জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে ধারাবাহিকের নায়ক ছুটি নিয়েছিলেন। এ দিকে অদ্রিজারও ছুটি পাওনা। আর নায়ক বা নায়িকা কেউ একজন অনুপস্থিত থাকলে তাঁদের অংশের শুটিং সেই সময় স্থগিত থাকে। অদ্রিজা দেশে থাকলেও শুটিং করতে পারতেন না। তাই টানা ছুটি পাবেন বলে তিনিও একই সঙ্গে ছুটি নিয়েছেন।

পারোস-অদ্রিজার এই ছবি দেখেই গুঞ্জন ছড়িয়েছে।

পারোস-অদ্রিজার এই ছবি দেখেই গুঞ্জন ছড়িয়েছে। ছবি: সংগৃহীত।

তার পরেই হাসতে হাসতে তাঁর রসিকতা, “পারস আর আমি খুব ভাল বন্ধু। আমরা প্রেম করতে চাইছি। কিন্তু ও মনের মতো প্রেমিকা পাচ্ছে না, আর আমি প্রেমিক পাচ্ছি না। পারস আমার জন্য মনের মানুষ খুঁজছে। আমিও ওর জন্য।” আনন্দবাজার অনলাইনের কাছে এর পরেই নায়িকার অনুরোধ, “প্লিজ, আমার জন্য সুপাত্র খুঁজে দেবেন? কিন্তু তিনি কোনও ভাবেই যেন বিনোদন দুনিয়ার কেউ না হন! আমি সম্পূর্ণ অন্য পেশার মানুষকে আপন করতে চাই।”

ইতিমধ্যেই চার দিন বালিতে কাটিয়ে ফেলেছেন অদ্রিজা। কী ভাবে অবসর কাটাচ্ছেন?

জবাবে তিনি বলেছেন, “শেষ গিয়েছিলাম দু’বছর আগে। সেই সময় পর পর নানা জায়গায় ঘুরতে গিয়েছি। তার পর গাড়ি কিনলাম। সব মিলিয়ে অনেক খরচ হয়ে গিয়েছিল। তাই এক বছর বাইরে ঘুরতে যাইনি।” অনেক দিন পর বেরোতে পেরে তাই তাঁর ভীষণ ভাল লাগছে। এ-ও জানিয়েছেন, প্রথমে অভিনেত্রী বন্ধু দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে তুর্কি বেড়াতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভিসার সমস্যা হওয়ায় সেই পরিকল্পনা বানচাল। শেষে ইন্দোনেশিয়া যাবেন বলে ঠিক করেন।

Advertisement
আরও পড়ুন