Ranbir Kapoor-Deepika Padukone

দীপিকার জীবনে প্রাক্তনের আগমন! পর্দায় রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা?

কেটে গিয়েছে অনেক দিন। কিন্তু আজও দীপিকা-রণবীরের সম্পর্ক নিয়ে চর্চা হয়। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, রণবীর সিংহের সঙ্গে সংসার পাতলেও, রণবীর কপূরকে কি ভুলতে পেরেছেন দীপিকা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৫১
: Deepika Padukone to pair up with Ranbir Kapoor again in Kartik Aaryan starrer film

ফের একসঙ্গে দীপিকা-রণবীর? ছবি: সংগৃহীত।

পর্দায় তাঁদের জুটির রসায়নের কোনও বিকল্প আজও নেই। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ হোক বা ‘তমাশা’, দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর জুটি মুগ্ধ করেছিল দর্শককে। বাস্তবেও তাঁরা সম্পর্কে ছিলেন দীর্ঘ দিন। কিন্তু সম্পর্কে নাকি দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর। ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এই নিয়ে বলিউডে দীর্ঘ দিন ধরে আলোচনা চলেছে। অবশ্য প্রেম ভাঙার পরেও জুটি বেঁধেছিলেন তাঁরা। উল্লিখিত দু’টি ছবিই তাঁদের বিচ্ছেদের পরে তোলা। পর্দাতেও নাকি দীপিকার ভাঙা মনের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল বলে মনে করেন তাঁর অনুরাগীরা।

Advertisement

তার পরে কেটে গিয়েছে অনেক দিন। কিন্তু আজও দীপিকা-রণবীরের সম্পর্ক নিয়ে চর্চা হয়। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, রণবীর সিংহের সঙ্গে সংসার পাতলেও, রণবীর কপূরকে কি আদৌ ভুলতে পেরেছেন দীপিকা? এই সব জল্পনার মাঝেই ফের নাকি জুটি বাঁধছেন দীপিকা ও রণবীর কপূর।

কর্ণ জোহরের ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে নায়কের চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। সেই ছবিতেই নাকি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা ও রণবীরকে। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে তাঁদের চরিত্রের নাম ছিল নয়না ও বানি। কার্তিকের ছবিতেও নয়না ও বানি হিসাবেই দেখা যাবে তাঁদের। তবে শুধু দীপিকা-রণবীরই নন, আদিত্য রয় কপূর ও কল্কি কেকলাঁকেও ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে।

গত মাসেই ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির ঘোষণা করেছেন কর্ণের সংস্থা। ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী শর্বরী ওয়াঘকে।

Advertisement
আরও পড়ুন