Deepika Padukone

‘কোনও দিন অভিনয় শিখিনি’, হলিউডে আবার কাজ করতে যাওয়ার আগে কেন এমন কথা দীপিকার মুখে?

বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। বলিউড শুধু নয়, হলিউডেও ভিন ডিজ়েলের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৬:৪৫
Deepika Padukone said that she is not train from any acting school

দীপিকা পাডুকোন। ছবি-সংগৃহীত।

বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে বর্তমানে প্রথমেই যাঁদের নাম উঠে আসে, তার মধ্যে অবশ্যই পড়েন দীপিকা পাডুকোন। বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। বলিউড শুধু নয়, হলিউডেও ভিন ডিজ়েলের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা। তবে হলিউডে নিজের জায়গা করে নেওয়ার পদ্ধতি বেশ অন্য রকম ছিল বলে জানান অভিনেত্রী।

Advertisement

দীপিকা জানান, প্রথাগত অভিনয়ের শিক্ষা তাঁর নেই। তাই হলিউডে কাজ পাওয়ার অভিজ্ঞতাও অন্য রকম। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘এক যুগ আগে আমি পশ্চিমের দেশে অভিনয়ের অডিশন দেওয়া শুরু করি। এই পদ্ধতি আমার কাছে নতুন ছিল। কারণ আমায় কখনও বলিউডে অডিশন দিতে হয়নি। আমি প্রশিক্ষণ-প্রাপ্ত অভিনেতাও নই। কোনও অভিনয় প্রশিক্ষণের স্কুলেও কখনও যাইনি। আমি কাজে এসে সব কিছু শিখেছি।’’

হলিউডে ফের একটি ছবিতে কাজ করতে চলেছেন দীপিকা। এই ছবিতে দুই সংস্কৃতির মানুষের মধ্যে প্রেমের গল্প তুলে ধরা হবে। অভিনেত্রীর কথায়, ‘‘বলিউড ও হলিউডের পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য আছে। পৃথিবীটা আগের থেকে অ‌নেক ছোট হয়ে গিয়েছে। আসলে ভাল গল্প বলাই মূল বিষয়। সুইডেন হোক বা বসনিয়া, বিশ্বের প্রতিটি মানুষকে ভাল গল্প বলাই হল আসল কথা।’’

ভারতের ছবি নিয়ে দীপিকা বলেছেন, ‘‘আমার মনে হয় না, ভারতের সিনেমায় খুব বেশি পরিবর্তন হয়েছে। গল্প বলার ক্ষেত্রে তো তেমন পরিবর্তন হয়ইনি। কিন্তু পৃথিবী জুড়ে পরিবর্তন যা হয়েছে, তা হল, এশিয়া ও ভারতের গল্পও মানুষ শুনছে। স্পষ্ট হচ্ছে, আমেরিকার বাইরেও একটা পৃথিবী রয়েছে।’’

কাজের দিক থেকে দীপিকাকে শেষ দেখা গিয়েছে ‘ফাইটার’ ছবিতে। হৃতিক রোশনের বিপরীতে। আগামী দিনে প্রভাসের বিপরীতে ‘কল্কি ২৮৯৮-এডি’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘সিংহম এগেন’ ও ‘ইন্টার্ন’-এর মতো ছবি।

Advertisement
আরও পড়ুন