Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan-Deepika Padukone: বিকিনির উষ্ণতায় টেক্কা মনোকিনির, তাতেই মজে করিনা থেকে দীপিকা

একা দীপিকা নন, হলুদ মনোকিনিতে মন মজেছে করিনা কপূর খানেরও। আপাতত তিনি মলদ্বীপে। ছুটি কাটাচ্ছেন কপূর-কন্যে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ২০:১৯
মনোকিনিতে মন মজেছে করিনা-দীপিকার।

মনোকিনিতে মন মজেছে করিনা-দীপিকার।

পাঠান’-এ পর্দায় আগুন জ্বালাবেন দীপিকা পাড়ুকোন। বক্তা? তাঁর বাস্তবের নায়ক। রণবীর সিংহ।

স্বামীর কথাই হয়তো সত্যি করতে চলেছেন দীপিকা। অন্তত তেমনই আঁচ অনুরাগীদের। বৃহস্পতিবার তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই শুরু যাবতীয় চর্চা। হলুদ রঙা মনোকিনির লাস্যে লেন্সবন্দি ‘গেহরাইয়াঁ’র অভিনেত্রী। না, সমুদ্রতটে অবসর যাপন নয়। দীপিকা ব্যস্ত স্পেনে ‘পাঠান’-এর শ্যুট নিয়ে। সম্ভবত সেই ছবিরই কোনও দৃশ্যের জন্য মনোকিনিতে ধরা দিয়েছেন তিনি।

Advertisement

একা দীপিকা নন, হলুদ মনোকিনিতে মন মজেছে করিনা কপূর খানেরও। আপাতত তিনি মলদ্বীপে। ছুটি কাটাচ্ছেন কপূর-কন্যে। সঙ্গী দিদি করিশ্মা কপূর এবং বন্ধু নাতাশা পুনাওয়ালা। সেখানেই হলুদ মনোকিনির ভাঁজে ভাঁজে অতল জলের আহ্বান। নীল জলে ডুব দিয়েছেন সইফ-ঘরনি। সাগরের শীতলতায় ছড়িয়ে গিয়েছে একমুঠো উষ্ণতা।

বিকিনি নয়, এ বুঝি মনোকিনির বেলা! নায়িকাদের পছন্দে কি তেমনই আভাস?

Advertisement
আরও পড়ুন