Rishi Kaushik

টলিপাড়ায় কাজ বন্ধ, রাজস্থান থেকেই স্ত্রী দেবযানীর কড়া পদক্ষেপের পাল্টা জবাব ঋষি কৌশিকের!

স্ত্রী দেবযানীকে নিয়ে একগুচ্ছ অভিযোগ ঋষির। পাল্টা আইনি পদক্ষেপ নেওয়ার হুঙ্কার তারকা-পত্নীর। এ বার স্ত্রীকে কোন জবাব দিলেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৬:১৯
Debjani Chakraborty Slams Rishi Kaushik actor reacts on it from Rajasthan

ঋষি কৌশিক এবং দেবযানী চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

একের পর এক ঘর ভাঙছে টলিপাড়ায়। কেউ প্রকাশ্যে বলছেন, কেউ আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের প্রায় ১২ বছরের দাম্পত্য দেবযানী চক্রবর্তীর সঙ্গে। তাঁদের সুখের সংসারেই নাকি চিড় ধরেছে। সম্প্রতি দেবযানীর নাম না করে একটি ভিডিয়ো প্রকাশ করেন ঋষি। সেখানে এক কাল্পনিক ছেলে ও একটি মেয়ের গল্প শোনান। এই গল্পের সঙ্গে ঋষি ও দেবযানীর প্রেম ও দাম্পত্যের মিল খুঁজে পেয়েছেন নেটাগরিকেরা। এই ভিডিয়োয় ১২ বছরের দাম্পত্য জীবনের কথা যেমন উল্লেখ করেছেন, তেমনই স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন ঋষি। যার মধ্যে মদ্যপান, ধূমপান, পুরুষসঙ্গীর সঙ্গে ঘুরে বেড়ানোর মতো নানা কথা বলা হয়েছে। ইতিমধ্যেই নতুন কাজের জন্য শহর ছেড়ে রাজস্থানে গিয়েছেন ঋষি। এর মাঝেই আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খোলেন দেবযানী। এ বার স্ত্রীকে পাল্টা কী জবাব দিলেন অভিনেতা?

Advertisement

অভিনেতা ঋষি কৌশিকের দাম্পত্যে কি দূরত্ব তৈরি হয়েছে? সমাজমাধ্যমে এই নিয়ে চর্চা চলছে। অভিনেতার একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ও ভিডিয়ো থেকেই এই জল্পনার সূত্রপাত। যদিও দেবযানী স্বামী ঋষির সব বক্তব্যই শুনেছেন। তিনি বলেন, “সমাজমাধ্যমে আমার স্বামীর করা কিছু পোস্ট নিয়ে আমাকে বার বার অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর, সম্মানহানিকর, আমি খুবই বিব্রত। এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা, আমার ক্ষতি করা এবং পোস্টদাতার নিজের হীন উদ্দেশ্যসাধন।’’

দেবযানী এ-ও বলেন, ‘‘যা ঘটানো হচ্ছে তা গর্হিত অপরাধ। আমার উপর দীর্ঘ দিন ধরে যে ধারাবাহিক অত্যাচার আর নিষ্ঠুরতা হয়েছে, তার আরও একটি অধ্যায় এটি। আমার ধৈর্য এবং সহনশীলতার অন্যায় সুযোগ নেওয়া হচ্ছে। আমার উপর চাপ সৃষ্টি করে, তার অন্যায় দাবিগুলি যাতে মেনে নিই তার মরিয়া প্রয়াস চলানো হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে আমি আইনি পরামর্শ নিচ্ছি।’’ খুব শীঘ্রই যে তিনি আইনি পদক্ষেপ করতে চলেছেন, সে বিষয়টিও স্পষ্ট করে দেন। এই প্রসঙ্গে ঋষির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি ঠিক সময়ে এর উত্তর দেব। আপাতত কিছু বলতে চাই না।’’

যদিও এই ঘটনার পর পরই ঋষি সমাজমাধ্যমের পাতায় নতুন কাজের খবর দিয়ে বলেন, ‘‘আশা করি, তোমরা খুব ভাল আছ। আমি খুব ভাল আছি। খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করো। তোমাদের জন্য রইল শুভকামনা। কাজটা কী, এবং কাজটা কোথায় ও কবে আসছে, তা পরে বিশদে জানাব।” আসলে এই মুহূর্তে নিজের সেই নতুন কাজের জন্যই রাজস্থানে রয়েছেন অভিনেতা। যদিও এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘‘আমার নতুন এই কাজ নিয়ে যা বলার সমাজমাধ্যমেই জানিয়ে দেব।’’

Advertisement
আরও পড়ুন