Sreelekha

নেই ওয়াইনের উল্লাস, নেই কোনও জন্মদিনের পার্টি! গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী শ্রীলেখা

প্রতি বছর কাছের মানুষদের নিয়ে জমিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন শ্রীলেখা। কিন্তু এই বছর বেশ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। কী ভাবে বিশেষ দিনটা কাটাবেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১২:২৬
শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা মিত্র। ছবি: ফেসবুক।

রাত পোহালেই জন্মদিন। প্রতি বছর এই দিনটা পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদ্‌যাপন করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক দিন আগে থেকেই যার তোড়জোড় শুরু হয়ে যায়। গত বছর তাঁর জন্মদিনে ওয়াইন পান করার ভিডিয়ো দেখে তৈরি হয়েছিল বিতর্কও। তবে এই বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মেয়ে ঐশী বিছানায়। অভিনেত্রীও খুবই অসুস্থ। অসহ্য মাথা যন্ত্রণা। জ্বর জ্বর ভাব। মেয়েরও তেমনই অবস্থা। বেশ কিছু দিন আগে ডেঙ্গি ধরা পড়েছিল। শ্রীলেখারও কি ডেঙ্গি হয়েছে? সে কথা অবশ্য নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। সদ্য প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর নতুন হিন্দি সিরিজ় ‘কালা’র প্রচার ঝলক। আচমকা কী হল?

Advertisement

আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা বলেন, “খুব মাথা যন্ত্রণা। কিছু ক্ষণ পরেই ডেঙ্গি পরীক্ষা করতে আসবে। একদম ভাল লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না।” জন্মদিনের আগেই এমন অসুস্থতা। অভিনেত্রী বলেন, “বাড়িতেই থাকব জন্মদিনে। উদ্‌যাপনের তেমন তো কোনও পরিকল্পনা নেই। শরীরটা সুস্থ হওয়া প্রয়োজন।” খুব কষ্ট করেই কথা বলছিলেন শ্রীলেখা। বেশি কথা বলতে পারছেন না বলে তাড়াতাড়িই ফোনটা রেখে দেন।

শেষ কয়েক বছরে কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। এ ছাড়াও নিজের পরিচালনায় অনেকটাই মন দিয়েছেন। তাঁর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। সম্প্রতি তাঁর হিন্দি সিরিজ়ের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। মেয়ে দ্বাদশ শ্রেণির পড়া চুকিয়ে কলেজে গেলে তিনিও হয়তো মন দেবেন মুম্বইয়ের কাজে। এ ছাড়াও এ বছরই শেষ করেছেন তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ ছবির কাজ।

Advertisement
আরও পড়ুন