Rachel White

করোনায় আক্রান্ত অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট

ইমরান হাসমির বিপরীতে ইন্দো-আমেরিকান অভিনেত্রী র‌্যাচেলের প্রথম অভিনয়। ছবির নাম উঙ্গলি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ০২:১২
র‌্যাচেল হোয়াইট।

র‌্যাচেল হোয়াইট।

বি টাউনে ফের করোনার হানা। করোনা আক্রান্ত অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট। বলিউডের এই অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন কোভিড সংক্রমণের কথা। ভারতীয়-অ্যামেরিকান এই অভিনেত্রী এই মুহূর্তে হোম কোয়রান্টিনে রয়েছেন। টুইটে উল্লেখ করেছেন সে কথাও।

র‌্যাচেলের অসুস্থতার খবরে উদ্বিগ্ন টলিউডও। পরিচালক বিরসা দাশগুপ্ত একটি টুইটে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। আরোগ্য চেয়ে টুইট করেছেন কস্টিইড ডিজাইনার অজপা মুখোপাধ্যায়ও।

Advertisement

র‌্যাচেল নিজের টুইটে প্রত্যেককে অনুরোধ করেছেন, তাঁর জন্য প্রার্থনা করতে। তিনি এখন সুস্থতার পথে, উল্লেখ করেছেন এ কথাও। গতকালই টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং নিসপাল সিং রানের কোভিড পজিটিভ সংক্রমণের কথা জানা যায়। র‌্যাচেল একটি টুইটে কোয়েল ও তাঁর পরিবারের আরোগ্য কামনা করেছিলেন।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এক ওয়েব সিরিজের শুটের জন্য কিছু দিন আগেই মুম্বই থেকে কলকাতা এসেছিলেন র‍্যাচেল। ডায়মন্ড হারবারে ন’দিনের আউটডোর শুট ছিল তাঁর। সিরিজ়ের পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের হালকা উপসর্গ রয়েছে বলে খবর।

আরও পড়ুন: 'আমার হিরো হারতে পারে না", শাহেনশাহ'র করোনায় দুশ্চিন্তায় সিনে-মহল​

ইমরান হাসমির বিপরীতে ইন্দো-আমেরিকান অভিনেত্রী র‌্যাচেলের প্রথম অভিনয়। ছবির নাম উঙ্গলি। টলিউডেও দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয় করেছেন ‘হর হর ব্যোমকেশ’, ’দেবী’, 'ওয়ান' সহ বেশ কয়েকটি ছবিতে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, ভর্তি করা হল নানাবতী হাসপাতালে​

Advertisement
আরও পড়ুন