Jacqueline Fernandez

জ্যাকলিনের মুখোশ খুলে দেবেন! সুকেশের প্রেম নাকি ভাঁওতা, বলতেই হুঙ্কার অভিনেত্রীর প্রেমিকের!

সম্প্রতি সুকেশের থেকে দুরত্ব বজায় রাখতে নিরাপত্তা চেয়ে দিল্লি আদালতে আবেদন জানান জ্যাকলিন। এ বার ফুঁসে উঠলেন কনম্যান সুকেশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৫
Conman Sukesh threaten Jacqueline Fernandez that he would reveal all unseen evidence against actress

(বাঁ দিকে) জ্যাকলিন ফার্নান্ডেজ়। সুকেশ চন্দ্রশেখর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

প্রায় দু’বছর হতে চলল জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। দূরত্ব সত্ত্বেও বলিউড নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ়ের প্রতি প্রেম এতটুকু কমেনি। এত দিন এমনটাই দাবি করে এসেছেন ‘কনম্যান’ সুকেশ। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণায় যুক্ত সুকেশের প্রেমে পড়েন ‘কিক’ নায়িকা জ্যাকলিন। সুকেশের সঙ্গে নাম জড়ানোর জেরে প্রতারণাকাণ্ডের তদন্তের কারণে গত এক বছরে একাধিক বার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকলিনকে। শুধু তাই-ই নয়, অভিনেত্রীর বিদেশযাত্রাতেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। গত দু’বছরে রীতিমতো নাজেহাল অভিনেত্রী। সম্প্রতি সুকেশের থেকে দুরত্ব বজায় রাখতে নিরাপত্তা চেয়ে দিল্লি আদালতে আবেদন জানান জ্যাকলিন। তার পরই প্রেমিকাকে হুমকি দিয়ে সুকেশ বলেন, ‘‘অনেক গোপন তথ্য আছে, সব মুখোশ খুলে দেব।’’

Advertisement

জেলে বসেই নায়িকাকে একের পর এক প্রেমপত্র লিখে চলেছেন অভিযুক্ত কনম্যান। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে নিজের আর্জির মাধ্যমে জ্যাকলিন জানান, সুকেশ নাকি তাঁকে বার বার চিঠি পাঠিয়ে বিরক্ত করছেন। তাঁর দাবি, সুকেশের মতো কনম্যান চিঠি পাঠিয়ে তাঁকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই কারণেই আদালতের কাছে নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, আর্থিক তছরুপের মামলা থেকেও রেহাই চেয়ে আদালতের কাছে আবেদন জমা দিয়েছেন নিজের আইনজীবী মারফত। জ্যাকলিন দাবি করেন, জেলে বসেও নাকি তাঁর নাম ভাঙিয়ে প্রতারণা করছেন সুকেশ। প্রেমিকার এমন কথা শুনে খানিকটা ঝাঁঝিয়ে উঠলেন সুকেশ। তিনি দাবি করেছেন, জ্যাকলিনের বিরুদ্ধে অদেখা, অজানা সব প্রমাণ দেখিয়ে দেবেন। যা তাঁর সব দাবি সত্যি বলে প্রমাণিত করবে। জ্যাকলিনের নাম না নিয়েই সুকেশ জানান, তাঁদের ব্যক্তিগত চ্যাট, স্ক্রিনশট ও রেকর্ডিং সামনে আনবেন বলে দাবি করেছেন। এ ছাড়াও সুকেশ দাবি করেছেন, জ্যাকলিনের সমাজমাধ্যমে অনুরাগী বাড়াতেও অনেক টাকা ঢেলেছে। তাঁর কথায়, ‘‘বিশ্বের সামনে এ বার সত্যিটা আসা প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement