ভিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের।
বিপাকে ভিকি কৌশল। ইনদওরের বাসিন্দা জয় সিংহ যাদব তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। জয় সিংহের অভিযোগ, তাঁকে না জানিয়ে তাঁরই বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির ছবিতে। দিন কয়েক আগেই একটি ছবির শ্যুটিংয়ে বাইকে চড়ে ভিকির ঘুরে বেড়ানোর ছবি ঘুরপাক করছিল নেটমাধ্যমে। সেখান থেকেই বিষয়টি নজরে আসে সেই ব্যক্তির।
সংবাদসংস্থা এএনআইকে জয় সিংহ বলেছেন, “ভিকির বাইকে যে নম্বরটি ব্যবহার করা হয়েছে, তা আসলে আমার বাইকের। আমি জানি না ছবির নির্মাতা কথাটি জানেন কি না। কিন্তু আমার অনুমতি ছাড়া এ ভাবে আমার বাইকের নম্বর ব্যবহার করা যেতে পারে না। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করছি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
Vehicle number used in the movie sequence is mine; don't know if the film unit is aware of it...This is illegal, can't use my number plate without permission. I have given a memorandum at the station. Action should be taken in the matter: Complainant Jai Singh Yadav (1.1.22) pic.twitter.com/CkpZBVUndu
— ANI (@ANI) January 1, 2022
ইনদওরের বনগঙ্গা থানার সাব ইনস্পেক্টর রাজেন্দ্র সোনি জানিয়েছেন, পুরো বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। ভিকির বাইকে নম্বর প্লেট বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হবে। ছবির ইউনিট ইনদওরে থাকলে, তাদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।