Shakib-Bubly

আদৌ কি বিয়ে হয়েছিল, কোথায় সংসার পেতেছিলেন শাকিবের সঙ্গে? প্রকাশ্যে আনলেন বুবলী

শাকিব-বুবলীর আদৌ কি বিয়ে হয়েছিল কখনও? এ বার তাঁদের দাম্পত্য জীবনের কথা ফাঁস করলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৯:৪৭
Bubly opens about her marriage with shakib khan

শাকিব খান এবং শবনম বুবলী। ছবি: সংগৃহীত।

তাঁদের নাকি সম্পর্ক ভেঙে গিয়েছে! এমনকি, তাঁদের বিয়েও পর্যন্ত হয়নি। এমন নানা কথা শোনা যায়। তাঁরা হলেন শাকিব খান ও বুবলী। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন বুবলী, এমনটাই দাবি অভিনেত্রীর। দু’বছর পরে অর্থাৎ ২০২০ সালের মার্চে জন্ম হয় ছেলে শেহজাদ খান বীরের। যদিও দু’বছর লুকিয়ে রেখেছিলেন ছেলের জন্মের কথা। ২০২২ সালে প্রকাশ্যে আনেন ছেলের বিষয়টি। তার কয়েক মাস পরই হঠাৎ বুবলীর সঙ্গে তাঁর সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব। তার পর একপ্রস্ত কাদা ছোড়াছুড়ি হয়েছে। প্রকাশ্যে শাকিবকে দোষারোপ করেছেন অভিনেত্রী। কিন্তু কিছু সময় পেরোতেই ফের শাকিবের প্রশংসা বুবলীর কণ্ঠে। এ বার বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে তাঁর সঙ্গে শাকিবের বিয়ে ও সংসার নিয়ে নানা অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী।

Advertisement

অনেকেই বলেন, বুবলী যে শাকিবের স্ত্রী, তার কোনও প্রমাণ নেই। সমালোচকদের এই মন্তব্যের জবাবে নায়িকা সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে বলেন, ‘‘আমাদের বিয়ে পুবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছিল। কাজি ছিলেন। আমাদের বিয়ের বয়স ৬-৭ বছর। পুবাইলে আমাদের সংসার ছিল। ওখানকার সবাই জানেন। আমাদের কাছের প্রযোজক-পরিচালকেরা জানেন। আর যা ছড়ানো হচ্ছে, তার আসলে কোনও ভিত্তি নেই। সবটাই গুজব।’’

বুবলী জানিয়েছেন তাঁদের বিচ্ছেদ হয়নি, তাঁরা সময় নিচ্ছেন। তবে কি শাকিব খানকে এখনও ভালোবাসেন, না কি ভবিষ্যতে ফের বিয়ের পরিকল্পনা আছে তাঁর? বুবলী জানান, তিনি শাকিবকে ভালবাসেন। তবে আগের মতো কি না, জানেন না। তবে মায়া আছে। বুবলীর কথায়, ‘‘ বিয়ে-প্রেম— এ সব নিয়ে আর কখনও ভাবতে পারব না। শুধু আমি আমার কাজ, সন্তানকে গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে এই সিদ্ধান্তে কোনও বদল হবে না। শাকিব খান ছাড়া দ্বিতীয় পুরুষ হিসেবে অন্য কাউকে কখনওই ভাবতে পারি না। এখন সন্তানের জন্য অনেক কিছুই মানিয়ে নিচ্ছি।’’

Advertisement
আরও পড়ুন