RRR film

তিন মাসে এক বার দেখেন ‘আরআরআর’, ব্রিটিশ অভিনেত্রীর স্বীকারোক্তিতে খুশি ছবির অনুরাগীরা

মুক্তির আড়াই বছর পরেও প্রশংসা আদায় করে নিচ্ছে ‘আরআরআর’। সেই তালিকায় নতুন নাম ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৮:০২
British Actor Minnie Driver praises the film RRR and shares her love for Indian cinema and culture

‘আরআরআর’ ছবির পোস্টারে জুনিয়র এনটি আর এবং রাম চরণ। ছবি: সংগৃহীত।

২০২৩ সালে অস্কারের মঞ্চে সেরা সঙ্গীত বিভাগে পুরস্কৃত হয় দক্ষিণী ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি। মুক্তির পর থেকেই এসএস রাজামৌলি পরিচালিত ছবিটিবক্স অফিসে ঝড় তোলে। প্রশংসিত হয় মুখ্য চরিত্রে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর অভিনয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রদর্শনের পর বাড়তে থাকে ছবির অনুরাগীর সংখ্যা। এ বার সেই তালিকায় যুক্ত হল ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভারের নাম।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘গুড উইল হান্টিং’ খ্যাত অভিনেত্রী জানিয়েছেন যে তিনি রাজামৌলির কাজের ভক্ত। ‘আরআরআর’ ছবিটিও তাঁর পছন্দ হয়েছে। তবে শুধু পছন্দই নয়, মিনি জানিয়েছেন, প্রতি তিন মাস অন্তর তিনি ছবিটি এক বার করে দেখেন। মিনি বলেন, ‘‘আমার ছেলের সঙ্গে বসে ছবিটা দেখি। এটা সম্ভবত আমাদের সবচেয়ে প্রিয় ছবি। প্রতি তিন মাস অন্তর আমরা এক বার ছবিটা দেখি। আমার মতে, এই ছবিটা বিশ্বের অন্যতম সুন্দর ছবিগুলির মধ্যে একটি।’’

British Actor Minnie Driver praises the film RRR and shares her love for Indian cinema and culture

অভিনেত্রী মিনি ড্রাইভার। ছবি: সংগৃহীত।

ছবি ছাড়াও ওই সাক্ষাৎকারে ভারতীয় সংস্কৃতির উচ্চ প্রশংসা করেছেন মিনি। তিনি জানিয়েছেন, ভারতীয় শেফ রোমি গিল তাঁর খুব ভাল বন্ধু। দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। মিনির কথায়, ‘‘রোমি বাংলার মানুষ, পঞ্জাবি পরিবারে বড় হয়েছে। খুব ভাল একজন শেফ। দীর্ঘ দিন ধরেই আমি ভারতে যেতে চাই এবং সেখানকার সংস্কৃতির আনাচকানাচে ঘুরতে চাই।’’

সম্প্রতি ‘সার্পেন্ট কুইন’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে দর্শক মিনিকে দেখেছেন। সিরি়জে ইংল্যান্ডের রানি প্রথম এলিজ়াবেথের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মিনির মুখে ‘আরআরআর’-এর প্রশংসা শুনে খুশি ছবির অনুরাগীরা। সমাজমাধ্যমে তাঁদের একাংশ অভিনেত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।

আরও পড়ুন
Advertisement