বনি-পায়েল
রবিবার কালিম্পঙে পা রাখলেন পায়েল সরকার। নির্বাচনের পর কিছুটা বিরতি। লকডাউন উঠতেই অভিনেত্রী ফের ক্যামেরার মুখোমুখি। সোমবার থেকে তিনি ব্যস্ত সপ্তাশ্ব বসুর আগামী ছবি ‘জতুগৃহ’-র শ্যুটে। ভৌতিক রহস্য-রোমাঞ্চ মানেই পর্দাজুড়ে গা ছমছমে ব্যাপার। দর্শকদের পায়েল কতটা ভয় পাওয়াতে চলেছেন? কালিম্পং থেকে টিম ‘জতুগৃহ’ জানিয়েছেন, ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ। সেখানকার এক ধনী খ্রিস্টান চা-বাগানের মালিকের মেয়ের ভূমিকায় দেখা যাবে পায়েলকে। নাম মেলিসা। তিনিই ছবির মুখ্য নারী চরিত্র। ছবির আকর্ষণ ধরে রাখতে আপাতত এর বেশি মুখ খোলেননি তাঁরা।
পায়েলের ‘জতুগৃহ’ ছবির লুকের সন্ধান ইতিমধ্যেই পেয়েছে আনন্দবাজার অনলাইন। ছবি বলছে, বাংলোর সামনে দাঁড়িয়ে অভিনেত্রী। পরনে বিস্কুট রঙের ছোট স্কার্ট, কালো টপের উপরে লম্বা ওভারকোট। পায়ে চামড়ার শিকারি জুতো। তাঁর সাজে যেন হলিউড ছবির গন্ধ মাখানো। এই ছবিতেই অভিনয়ের কথা ছিল ছোট পর্দার ‘হিয়া’ ওরফে অনামিকা চক্রবর্তীর। তারিখ নিয়ে সমস্যা হওয়ায় তিনি সরে গিয়েছেন। সেই চরিত্রে দেখা যাবে প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়ালি চট্টোপাধ্যায়কে।ছবিতে প্রধান পুরুষ চরিত্র ৬০ বছরের যাজক ‘যোসেফ’-এর ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
পায়েলের পাশাপাশি, ছবির আরেক অন্যতম পুরুষ চরিত্র বনি সেনগুপ্ত-র চেহারাও প্রকাশ্যে এসেছে।
ছবিতে বনি হোটেল ম্যানেজার। পরিচালক সপ্তাশ্ব বসুর কথায়, বনির চোখ দিয়ে দর্শকেরা পুরো গল্প দেখবেন। এছাড়াও রয়েছেন অংশু বাচ। পর্দায় তিনি বনির বন্ধু। অংশু বাংলা ছবিতে ‘শিশু শিল্পী’ হিসেবে বেশ পরিচিত মুখ। ‘সাথীহারা’, ‘আলোয় ফেরা’, ‘অগ্নি’, ‘এম এল এ ফাটাকেষ্ট-’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবি সম্বন্ধে পরিচালকের দাবি, এই মূহূর্তে বাংলায় রমরমিয়ে গোয়েন্দা বা রহস্য রোমাঞ্চ চললেও, ভৌতিক ছবি সে ভাবে হচ্ছে না। যাঁরা ভূতের ছবি দেখতে চান তাঁরা নির্ভর করে থাকেন হলিউড বা বলিউডের উপর। পরিচালক চেষ্টা করছেন বাংলায় এ বার সেই আমেজ তৈরি করতে।