Ranveer Singh

Ranveer Singh: ‘‘হাজার লোকের সামনে পোশাকহীন হতে পারি’’, অকপট রণবীরকে কী বললেন পুনম, প্রিয়ঙ্কা, পরিণীতি?

রণবীরের অনাবৃত শরীরের ছবিতে উত্তাল ইন্ডাস্ট্রি। নায়িকাদের চোখে ‘আগুন’ রণবীর, কেউ আবার হার স্বীকার করেছেন রণবীরের সাহসের কাছে।

Advertisement
সংবাদসংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৬:০৬

বরাবরই তিনি নজর কাড়েন তাঁর অদ্ভুত পোশাকের জন্য। এ বার বিষয় আরও গভীর। ‘খিলজি সিংহ’-র সম্পূর্ণ অনাবৃত রূপ দেখে চোখ সরাতে পারছেন না অনেক বলি-তারকাও। তাঁদের কারও চোখে মুগ্ধতা, কেউ আবার হতবাক।

নায়িকাদের নামের আগে ‘হট’ ‘বোল্ড’-এর মতো সব বিশেষণও এখন খড়কুটোর মতো উড়ে গিয়েছে রণবীর-ঝড়ে। পুনম পান্ড্য তাঁর হট লুকের জন্য চর্চায় থাকেন প্রায়ই। সাহসী ছবির মাধ্যমে উষ্ণতা ছড়ানো ও সমালোচনার শিকার হওয়া নায়িকার কাছে নতুন কিছু নয়। শরীরী প্রদর্শনে তাকে ছাপিয়ে যেতে পারে বলিউডের কোনও নায়ক, এমনটা হয়তো ভাবতেই পারেননি পুনম। রণবীরের অনাবৃত ছবি দেখে তাই আর চুপ থাকতে পারেননি। নিজের টুইটারে মন্তব্য করেছেন, ‘আমাকে আমার খেলাতেই হারিয়ে দিলেন রকি অউর রানি কি প্রেম কহানি’-র নায়ক।’

Advertisement

‘বাজিরাও মস্তানি’-তে রণবীরের সহ-নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া রণবীরের ছবিতে এঁকে দিয়েছেন আগুনের ইমোজি। পরিণীতি চোপড়া ইমোজিতে কাজ সারেননি, লিখে পাঠিয়েছেন ‘ফায়ার’। অন্য দিকে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেই বসেছেন, ‘‘এই সব ছবি দিয়ে খামোকা চাপ বাড়াচ্ছ কেন?’’

সবাই যখন মম্তব্য করতে ব্যস্ত, তখন রণবীর অকপট তাঁর নগ্নতা নিয়ে। মুম্বই সংবাদ সংস্থাকে তাঁর এই ছবি সম্পর্কে বলেছেন, ‘‘আমার কাছে নিরাবরণ হওয়া খুব সোজা একটা ব্যাপার। আমার অভিনয় করা বেশ কিছু চরিত্রে আমার নগ্ন আত্মাকেও দেখা গিয়েছে। আমি হাজার লোকের সামনে অনাবৃত হতে পারি।’’

কাজের সূত্রে এর পরে ‘সার্কাস’ ছবিতে পূজা হেগড়ের সঙ্গে দেখা যাবে রণবীরকে। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে আলিয়ার সঙ্গে পর্দা ভাগ করছেন ‘বাজিরাও’।

Advertisement
আরও পড়ুন