Sunny Leone Controversy

প্রাপ্তবয়স্কদের ছবি থেকে বলিউডে পাড়ি! শুরুর আগেই শেষ হয়ে যাওয়ার হুমকি পেয়েছিলেন সানি

মায়ানগরীর অন্যতম চর্চিত ব্যক্তিত্ব তিনি। চলতি বছরে প্রথম বার পা রেখেছেন কানের গালিচাতে। তবে, অভিনেত্রী হিসাবে বলিউডে জীবন শুরু করার আগে একের পর এক বাধা পেরোতে হয়েছিল সানি লিওনিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৭:২৮
Bollywood actress Sunny Leone reveals facing bomb and death threats during her transition from adult industry to Bollywood.

প্রাপ্তবয়স্ক ছবির জগৎ থেকে বলিউডের মতো দুনিয়ায় সানির উত্তরণ ভাল চোখে দেখেননি অনেকেই। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম চর্চিত তারকা তিনি। শুধু পেশার কারণে নয়, বরং পেশাগত জীবনে নিজের সিদ্ধান্তের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী সানি লিওনি। প্রাপ্তবয়স্ক ছবিতে কাজ করা দিয়ে কর্মজীবন শুরু সানির। তার পর ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের সৌজন্যে দর্শকের কাছে পরিচিতি বাড়ে তাঁর। ‘বিগ বস’-এর মাধ্যমে পরিচিত হওয়ার পর বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ। তাঁর এই পথচলা অনেকটা রূপকথার মতো শোনালেও বাস্তবটা একেবারেই তার উল্টো। প্রাপ্তবয়স্ক ছবির জগৎ থেকে বলিউডের মতো দুনিয়ায় সানির উত্তরণ ভাল চোখে দেখেননি অনেকেই। তার ফল ভুগতে হয়েছিল সানি লিওনিকে। বলিউডে নিজের কর্মজীবন শুরু করার আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করলেন সানি।

Advertisement

চলতি বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিষেক হয়েছে সানি লিওনির। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘কেনেডি’তে অভিনয় করেছেন তিনি। মুক্তির আগেই ‘কেনেডি’ স্বীকৃতি পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে। ওই ছবির সৌজন্যেই কানে সানির আত্মপ্রকাশ, বলিউড অভিনেত্রী হিসাবে যা যথেষ্ট সম্মানের। অথচ বলিউডে পা রাখার আগেই একের পর এক প্রাণনাশের হুমকি পেতে হয়েছিল সানিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘‘আমাকে যখন ‘বিগ বস’-এর জন্য ডাকা হয়েছিল, তখন থেকেই সমস্যার সূত্রপাত। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হত। এমনকি, সংশ্লিষ্ট চ্যানেলের এক কর্তাকেও চাকরি ছাড়তে হয়েছিল আমাকে ‘বিগ বস্‌’-এ অংশ নিতে ডাকার কারণে।’’ সানি আরও বলেন, ‘‘প্রথম ছবি মুক্তি পাওয়ার পরেও আমাকে নিয়ে কোনও ভাল কথা লেখা হয়নি। এত ঘৃণা, এত নেতিবাচক কথাবার্তা। অনেক খারাপ কথা শুনতে হয়েছে আমাকে।’’ স্মৃতি হাতড়াতে গিয়ে তখন সানির গলায় আক্ষেপের সুর।

তবে, সব বাধা অতিক্রম করে এখন বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। কান চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন সদ্য। তা-ও কোনও সংস্থার অ্যাম্বাসাডর হিসাবে নয়, নিজের ছবির কারণে। অভিনেত্রী হিসাবে এ যে অনেক বড় পাওনা, তা সম্পর্কে ওয়াকিবহাল সানি নিজেও। নেতিবাচক মন্তব্যে নয়, এ বার নিজের সাফল্যের উপর ভর করেই এগিয়ে যেতে চান ‘কেনেডি’ খ্যাত অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন