Oscars 2025

‘ভারতীয়দেরও আমাদের নিয়ে গর্বিত হওয়া উচিত’, ছবি অস্কার মনোনয়ন পাওয়ার পর বললেন সাহানা

অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপতা লেডিজ়’। তবে হিন্দি ছবি ‘সন্তোষ’ ব্রিটেন থেকে মনোনীত হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:০৬
image of Shahana Goswami

অভিনেত্রী সাহানা গোস্বামী। ছবি: সংগৃহীত।

অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারত থেকে নির্বাচিত ছবি ‘লাপতা লেডিজ়’। তবে অস্কারে ভারতীয় দর্শকের জন্য সুখবর, ব্রিটেন থেকে হিন্দি ছবি ‘সন্তোষ’ ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের সেরা বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছে। খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেত্রী সাহানা গোস্বামী। এ বার প্রতিক্রিয়া জানালেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যমে সাহানা বলেছেন, ‘‘আমি অত্যন্ত গর্বিত। আমাদের টিমের জন্য বিশেষ করে সন্ধ্যা সুরির (ছবির পরিচালক) কাছে এটা উদ্‌যাপনের সময়।’’ ছবিটি ভারত, ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। অন্য দেশ থেকে নির্বাচিত হলেও সাহানা মনে করেন, তাঁদের প্রাপ্তিতে ভারতীয়দের গর্বিত হওয়া উচিত। অভিনেত্রীর কথায়, ‘‘এটা আমার বা ওটা তোমার, এই ধরনের মানসিকতায় বিশ্বাসী নই। এই ছবিতে একটা বড় ভারতীয় টিম কাজ করেছে। তাই ভারতীয়দের গর্বিত হওয়াই উচিত। দেশ বিচার না করে, গল্প বলা এবং বৈচিত্রের দিক থেকে আমাদের সমর্থন করা উচিত। গল্পের শিকড় যে ভারত, সেটা মনে রাখা উচিত।’’

image of Shahana Goswami

‘সন্তোষ’ ছবির একটি দৃশ্যে অভিনেত্রী সাহানা গোস্বামী। ছবি: সংগৃহীত।

অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে আপাতত ১৫টি ছবি নির্বাচিত হয়েছে। অর্থাৎ বাকি ১৪টি ছবির সঙ্গে প্রতিযোগিতা সাহানাদের। অভিনেত্রী বলেন, ‘‘আমরা যদি এর পরেও এগোতে পারি, তা হলে খুবই খুশি হব। আর আমরা না পারলেও কোনও সমস্যা নেই।’’ কিন্তু ছবিটি যে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারে, সে বিষয়ে আশাবাদী সাহানা।

উল্লেখ্য,চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয় এবং সমালোচকদের প্রশংসা আদায় করে নেয়। ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক বিধবা মহিলার স্বামীর পুলিশের চাকরিতে যোগদান করার পথের যাত্রাইছবিটির প্রেক্ষাপট।

Advertisement
আরও পড়ুন