Kareena Kapoor Khan on Saif Ali Khan

‘আমাদের একটু একা থাকতে দিন’, সইফ আক্রান্ত হওয়ার পর প্রতিক্রিয়া করিনার, আর কী লিখলেন অভিনেত্রী?

সইফ আলি খান আহত হওয়ার পর এই প্রথম প্রতিক্রিয়া জানালেন অভিনেতার স্ত্রী করিনা কপূর খান। অনুরাগীদের উদ্দেশে জানালেন বিশেষ অনুরোধ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৪
Bollywood actress Kareena Kapoor Khan shares her feeling on social media after Husband Saif Ali Khan was hospitalised

(বাঁ দিকে) সইপ আলি খান। (ডান দিকে) করিনা কপূর খান। ছবি: সংগৃহীত।

বুধবার রাতে সইফ আলি খান নিজের বাড়িতে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি নীরব। বৃহস্পতিবার সইফকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর আড়াই ঘণ্টার অস্ত্রোপচার। উৎকণ্ঠায় কেটেছে অভিনেত্রীর। বৃহস্পতিবার সন্ধ্যায় অবশেষে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন করিনা কপূর খান।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় সইফকে দেখতে হাসপাতালে পৌঁছন শর্মিলা। তার পরেই ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেছেন করিনা। অভিনেত্রী লেখেন, ‘‘আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সত্যিই কঠিন একটা দিন এবং এখনও আমরা পর পর এক একটি ঘটনাকে বোঝার চেষ্টা করছি। এই কঠিন সময়ে আমি বিনীত ভাবে সংবাদমাধ্যম এবং পাপারাৎজ়িদের ভুয়ো খবর এবং গুজব থেকে দূরে থাকতে অনুরোধ করছি।’’

এরই সঙ্গে করিনা তাঁর পোস্টে তাঁদের নিয়ে মানুষের কৌতূহলকে সম্মান জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘কিন্তু সর্বদা নজরদারি আবার আমাদের নিরাপত্তা শিথিল করতে পারে। তাই আমাদের পরিবারকে এই মুহূর্তে একটু একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেটা পরিবার হিসাবে আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।’’ এই কঠিন এবং সংবেদনশীল সময়ে তাঁদের পাশে থাকার জন্য ওই পোস্টে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন করিনা।

সূত্রের খবর, বুধবার রাতে সইফের উপর যখন হামলা হয়, তখন করিনা বাড়ি ছিলেন না। তিনি তাঁর দিদি করিশ্মা কপূরের বাড়িতে ছিলেন। কিন্তু স্বামীর আক্রান্ত হওয়ার খবর পেতেই তিনি দ্রুত পরিবারের সঙ্গে মিলিত হন।

Advertisement
আরও পড়ুন