Jhanvi Kapoor

‘স্বজনপোষণ’-এর অভিযোগ শুনলে তাঁর মনের অবস্থা কী রকম হয়? মুখ খুললেন জাহ্নবী

শেষ দুটো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তার পরেও সমালোচনা জাহ্নবী কপূরের নিত্যসঙ্গী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০০
picture of Bollywood Actor Bollywood actress Janhvi Kapoor

স্বজনপোষণ প্রসঙ্গে কী বললেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী? ছবি: সংগৃহীত।

অভিনয় ভাল হোক বা খারাপ— সমালোচনা জাহ্নবী কপূরের নিত্যসঙ্গী! গত বছর মুক্তি পেয়েছিল জাহ্নবী অভিনীত ‘গুডলাক জেরি’ এবং ‘মিলি’ ছবি দুটো। ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হলেও নিন্দকরা যেন পিছু ছাড়তে চাইছে না। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন শ্রীদেবী-কন্যা।

ওই সাক্ষাৎকারে সমালোচনা প্রসঙ্গে জাহ্নবীর সামনে কিছু প্রশ্ন রাখা হয়। অভিনেত্রী বলেন, ‘‘যেটাই করি না কেন, কেউ একজন ঠিক খুঁত বের করবেন। কারণ সেটা করে তাঁরা নিজেদের গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চান।’’ তাই নেতিবাচক সমালোচনাকে এক প্রকার হেসে উড়িয়ে দেওয়ার পক্ষপাতী অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘ভাল কাজ করছি, না কি খারাপ, সেটা বোঝার মতো ক্ষমতা আমার রয়েছে। অন্তত আমার শেষ দুটো ছবির পর বলতে পারি যে, অভিনেতা হিসেবে আমার এখনও অনেক কিছু করা বাকি আছে।’’

Advertisement

জাহ্নবী এখানেই থেমে থাকেননি। ‘স্বজনপোষণ’ নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছেন খোলা মনে। অভিনেত্রী বলেছেন, ‘‘আসলে পরিশ্রম করে নিজের মাথার ঘাম পায়ে ফেলার পরেও অপরিচিত কেউ যখন সমাজমাধ্যমে বলে, ‘অভিনয় পারো না তো কেন করো? স্বজনপোষণের জন্যই সুযোগ পাও’ তখন এক মুহূর্তের মধ্যে নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়।’’

জাহ্নবী কিন্তু গঠনমূলক সমালোচনাকে সব সময়েই স্বাগত জানাতে চান। অভিনেত্রীর কথায়, ‘‘কেউ যদি বলেন যে ‘মিলি’ ছবিতে আমার অভিনয় তাঁর ভাল লেগেছে, কিন্তু আমাকে ভবিষ্যতে আরও ভাল করতে হবে তা হলে সেই মতামতকে আমি অবশ্যই গুরুত্ব দেব।’’

জাহ্নবীর হাতে এখন বেশ কয়েকটা ছবির কাজ রয়েছে। আগামী এপ্রিলে মুক্তি পাবে অভিনেত্রীর নতুন ছবি ‘বাওয়াল’। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধওয়ান।

Advertisement
আরও পড়ুন