Sunny Deol

৪২ বছরের কেরিয়ার, এ বার বলিউড ছাড়তে ইচ্ছুক সানি দেওল, নেপথ্যে কোন কারণ?

নতুন ছবি ‘জাট’-এর প্রচারে ব্যস্ত সানি দেওল। কিন্তু অভিনেতা হিন্দি ছবি নিয়েই তাঁর হতাশা প্রকাশ করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৩:০৫
image of Sunny Deol

অভিনেতা সানি দেওল। ছবি: সংগৃহীত।

১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয় তাঁর। ইন্ডাস্ট্রিতে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন সানি দেওল। কিন্তু এ বার তিনি বলিউড ত্যাগ করতে চাইছেন।

Advertisement

সোমবার প্রকাশ্যে এসেছে সানির নতুন ছবি ‘জাট’-এ ঝলক। অনুরাগীরা অভিনেতার এই ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছেন। তবে সানি কিন্তু বলিউডে নিয়ে বেশ হতাশ। গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে। সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা। অভিনেতা বলেন, ‘‘আমি মুম্বইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে। আমি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি।’’ এরই সঙ্গে ‘গদর’ অভিনেতা জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি একপ্রস্থ কথা বলেছেন। অভিনেতার কথায়, ‘‘হয়তো আমি আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকি ভাবে থাকা শুরু করব।’’

বলিউডে একের পর এক ছবি কেন সাফল্যের মুখ দেখছে না? প্রশ্নের উত্তরে সানি বলেন, ‘‘আগে পরিচালকরা গল্প শোনাতেন। সেটা পছন্দ হলে প্রযোজকরা ছবিটি তৈরি করতেন। কিন্তু এখন কর্পোরেট সংস্কৃতি এসে সব কিছু ঘেঁটে গিয়েছে। প্রত্যেক পরিচালক এর শিকার হচ্ছেন। ফলে ছবি তৈরির প্রতি সকলেরই অনীহা জন্ম নিচ্ছে।’’ সানির মতে, যে কোনও ছবির সাফল্য নির্ভর করে তার গল্পের উপর।

Advertisement
আরও পড়ুন