Randeep Hooda

হাসপাতালের বিছানায় শুয়ে শীর্ণ রণদীপ হুডা! উদ্বিগ্ন অনুরাগীরা, কী হয়েছে অভিনেতার?

হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেতা। তাঁর চেহারা শীর্ণ। এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:০৬
Bollywood actor Randeep Hooda shares some glimpses from his film Veer Savarkar

কী হয়েছে রণদীপের? ছবি: সংগৃহীত।

তাঁর অভিনয়ের প্রশংসা করেন প্রায় সকলেই। গত বছর তাঁর ছবি ‘স্বতন্ত্র বীর সাভারকার’ সাড়া ফেলেছিল। বক্স অফিসে তেমন ভাল ফল না করলেও, এই ছবির জন্য রণদীপ হুডার পরিশ্রম নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। আরও এক বার সেই স্মৃতিতে ডুব দিলেন অভিনেতা।

Advertisement

২২ মার্চ উল্লিখিত ছবিটি এক বছর পূর্ণ করল। সেই উপলক্ষে একটি পোস্ট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন রণদীপ। এই ছবিতে অভিনয় করার সময়ে অনেকটা ওজন কমিয়ে ফেলতে হয়েছিল অভিনেতাকে। এমনকি ভাঙা পা নিয়েও শুটিং করেছিলেন তিনি। রণদীপের ভাগ করে নেওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর চেহারা শীর্ণ। এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে এই ছবি অতীতের। এ ছাড়া ছবির শুটিং সেটেরও।

সম্প্রতি বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। এর সঙ্গেই রণদীপ লিখেছেন, “তিন বছর আগে, ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবির সফর শুরু করেছিলাম। এই দিনেই গত বছর ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির সহ-চিত্রনাট্যকার হিসেবে কাজ করা থেকে শুরু করে পরিচালনা ও প্রযোজনা ও অভিনয় করার নেপথ্যে অনেকটা ভালবাসা, আত্মত্যাগ ও আবেগ ছিল।”

শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন তিনি। তাঁর কথায়, “এই ছবির নেপথ্যে ওজন কমানোর কঠিন পদ্ধতিও ছিল। তবে সবচেয়ে ভাল লেগেছে এই ছবির জন্য বন্ধুবান্ধবের থেকে ভালবাসা পেয়ে। ছবির কলাকুশলীরাও আমার পাশে থাকতেন। আমার খিদে পেত, মেজাজ হারাতাম। তখনও ওঁরা পাশে থাকতেন। এটা আমার জন্য স্রেফ একটা ছবি নয়। আমার জীবন বদলে দিয়েছিল এই অভিজ্ঞতা।”

Advertisement
আরও পড়ুন