Salman Khan

৩০ হাজার ভক্তের সামনে সলমন! কেন তড়িঘড়ি বাতিল করতে হল ভাইজানের প্রচার অনুষ্ঠান?

ইদে সলমনের ছবি মুক্তি পাওয়া মানেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু ‘সিকন্দর’-এর প্রচারে এ বার রয়েছে নানা রকমের নিষেধাজ্ঞা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৪:১৬
Makers of Sikandar to keep Sikandar’s promotion low key for Salman Khan’s security

সলমনের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে! ছবি: সংগৃহীত।

মাথায় মৃত্যুর খাঁড়া নিয়ে ছবির শুটিং করেছিলেন সলমন খান। লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে খুনের একের পর এক হুমকি পেয়েও থেমে থাকেননি তিনি। দেশের বিভিন্ন জায়গায় নির্দ্বিধায় শুটিং করেছেন। অবশেষে সেই ছবি ‘সিকন্দর’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ মার্চ। ছবির ঝলক ও গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু এই প্রচারের তেমন ধুম দেখা যাচ্ছে না।

Advertisement

ইদে সলমনের ছবি মুক্তি পাওয়া মানেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু ‘সিকন্দর’-এর প্রচারে এ বার রয়েছে নানা রকমের নিষেধাজ্ঞা। সলমনের নিরাপত্তার কথা মাথায় রেখেই এ বার প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে রাশ টান হয়েছে। লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে খুনের হুমকি আসার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।

ছবির বেশির ভাগ প্রচার সমাজমাধ্যমেই করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক এআর মুরুগাদোস ও প্রযোজক সাজিদ নাদিওয়ালা। ছবির ট্রেলারও শীঘ্রই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। প্রথমে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির ট্রেলার ৩০ হাজার ভক্তের সামনে প্রকাশ্যে আনা হবে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

এই ছবির জন্য সলমন বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন বলেও জানা গিয়েছে। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ১০০ কোটিরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। সম্প্রতি এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই ছবির জন্য মোট ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন। এই ছবিতে রয়েছে একাধিক লড়াইয়ের দৃশ্য। তার জন্য নাকি শরীরচর্চার মাধ্যমে চেহারাতেও অনেক বদল আনতে হয়েছে সলমনকে। নায়িকার চরিত্রে অভিনয় করে রশ্মিকা নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

Advertisement
আরও পড়ুন