hemant Birje

Hemant Birje: গাড়ি দুর্ঘটনায় আহত ‘টারজান’ অভিনেতা হেমন্ত এবং তাঁর স্ত্রী

১৯৮৫ সালে বব্বর সুভাষ পরিচালিত ‘টারজান’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন বিরজে। সেটিই তাঁর প্রথম অভিনয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১০:৫৩
হেমন্ত বিরজে

হেমন্ত বিরজে

মুম্বই-পুণে হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় আহত ‘টারজান’ ছবির নায়ক হেমন্ত বিরজে এবং তাঁর স্ত্রী। যদিও তাঁদের মেয়ের গায়ে আঁচড় লাগেনি। পুলিশ আধিকারিকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টা নাগাদ বলিউড অভিনেতার গাড়ি রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে।

সিরগাঁও থানার আধিকারিক সত্যবাণ মানে জানালেন, স্থানীয় পাওয়ানা হাসপাতালে দম্পতির চিকিৎসা চলছে। কারও আঘাতই গুরুতর নয়।

Advertisement

১৯৮৫ সালে বব্বর সুভাষ পরিচালিত ‘টারজান’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন বিরজে। সেটিই তাঁর প্রথম অভিনয়। এর পরে অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রায় সমস্ত ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। ২০০৫ সালে সলমন খানের ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনর’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হেমন্ত। বলিউড ছাড়া মালয়ালম এবং তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন