Ayushmann Khurrana

Khurrana Brothers: নতুন ফ্ল্যাট কিনলেন আয়ুষ্মান-অপারশক্তি, দাম কত জানেন?

দুই ভাইয়ের নতুন ঠিকানা হতে চলেছে সেই বিলাসবহুল আবাসনের ২০ তলায়। সূত্রের খবর, নতুন বাড়ির জন্য আয়ুষ্মান খরচ করেছেন ১৯.৩০ কোটি টাকা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:১৪
নতুন বাড়ি কিনলেন দুই ভাই।

নতুন বাড়ি কিনলেন দুই ভাই।

নতুন বাড়ি কিনলেন আয়ুষ্মান খুরানা। মুম্বইয়ের পশ্চিম অন্ধেরির এক বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট কিনেছেন ‘বধাই হো’-র নায়ক। সেই একই আবাসনে নিজের পরিবারের জন্য আরও একটি ফ্ল্যাট নিয়েছেন আয়ুষ্মানের ভাই অপারশক্তি খুরানা।

দুই ভাইয়ের নতুন ঠিকানা হতে চলেছে সেই বিলাসবহুল আবাসনের ২০ তলায়। সূত্রের খবর, নতুন বাড়ির জন্য আয়ুষ্মান খরচ করেছেন ১৯.৩০ কোটি টাকা। ভাই অপারশক্তির খরচ হয়েছে ৭ কোটি টাকা। মোট ৪০২৭ বর্গ ফুট আয়তন এই ফ্ল্যাটের। চারটি গাড়ি রাখার জায়গা আছে সেখানে। এ ছাড়াও নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাঁদের ফ্ল্যাটে।

Advertisement

বর্তমানে স্ত্রী তাহিরা কশ্যপ এবং দুই সন্তানকে নিয়ে সাত কামরার ফ্ল্যাটে থাকেন আয়ুষ্মান। অভিনেতার ফ্ল্যাটটি চার হাজার বর্গ ফুট জায়গা জুড়ে রয়েছে।

Advertisement
আরও পড়ুন