দুবাইয়ে সলমন কী কাণ্ড করে বসলেন? ছবি: সংগৃহীত।
৩০ মার্চ মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি ‘সিকন্দর’। প্রায় দু’বছর পর ফের ইদে ছবি মুক্তি পেল সলমনের। কিন্তু যতটা প্রত্যাশা ছিল, প্রথম দিনে ঠিক ততটা প্রভাব ফেলতে পারেনি বলেই মত সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের। যদিও ছবিমুক্তির দিন কয়েক আগেই প্রচারের জন্য দুবাই যান অভিনেতা। সেখানকার রাস্তায় এক তরুণীকে গাড়ির কাছে ডেকে যে ব্যবহার করেন, তাতে ভাইজানের প্রশংসা নেটপাড়ায়।
এমনিতেই তাঁর উপর হুমকির খাঁড়া ঝুলছে। চব্বিশ ঘণ্টা কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ গাড়িতে চেপেই ঘুরতে হয়। মুম্বইয়ে থাকাকালীন রাস্তায় বেরোলেও তাঁর মুখ দেখা যায় না। সেই জায়গা থেকে দুবাইকে অনেকটাই নিরাপদ আশ্রয় বলে মনে করেন অভিনেতা। খানিক স্বাধীন ভাবেই চলাফেরা করেন সেখানে।সম্প্রতি নাওমি ডি’সুজ়া নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বেশ কিছু ছবি এবং একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা নিমেষে ভাইরাল হয় নেটপাড়ায়। দুবাইবাসী ওই মহিলার ছবি ভাইরাল হওয়ার নেপথ্যে প্রধান কারণ হলেন সলমন। দুবাইয়ের ব্যস্ত আল ঘারবি স্ট্রিটে সলমনকে কালো কাচের আড়াল থেকে দেখতে পান ওই তরুণী। দেখামাত্রই দূর থেকে ছবি তোলার চেষ্টা করেন তিনি, তরুণীর লুকিয়ে ছবি তোলা ধরে ফেলেন সলমন। তরুণীকে কাছে ডাকেন সলমন, তার পর নিজস্বী তোলেন তাঁর সঙ্গে গাড়িতে বসেই। সলমনের এমন দরদি মনোভাব মন কেড়েছে নেটপাড়ার। প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।