Richa Chadha

নতুনদের পরিস্থিতি ভাল নয়, ‘বড় ছবি ফ্লপ করলেই ঝুঁকি নিতে চায় না ইন্ডাস্ট্রি’, মন্তব্য রিচার

অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে বিবেক অগ্নিহোত্রীর মতো বহু পরিচালক বলেছেন, বলিউডে পরিবর্তনের প্রয়োজন। সম্প্রতি হংসল মেহতাও একই মন্তব্য করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৫:২৪
image of Bollywood actress Richa Chadha

অভিনেত্রী রিচা চড্ডা। ছবি: সংগৃহীত।

বলিউডের ব্যর্থতা এবং সমস্যা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন পরিচালক হংসল মেহতা। এ বার বলিউডে নতুন প্রতিভাদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী তথা প্রযোজক রিচা চড্ডা।

Advertisement

গত বছর ‘গার্লস উইল বি গার্লস’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে তাঁর যাত্রা শুরু করেছেন রিচা। অভিনেত্রী বলেন, ‘‘আমি যখন শুরু করেছিলাম, তখন সমাজমাধ্যম এতটা শক্তিশালী ছিল না। কিন্তু এখন নতুনদের পক্ষে বিষয়টা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।’’ রিচা মনে করেন, এখনও বলিউডের পরিচালকেরা নতুনদের সুযোগ দিতে চান না। বরং তাঁরা এখনও প্রথাগত নিয়ম মেনেই অভিনেতা নির্বাচন করেন। রিচার কথায়, ‘‘ব্যবসার নিয়মকে মাথায় রাখলে জানি, ঝুঁকি নেওয়া মুশকিল। সেটা শুধুই পরিচালক এবং অভিনেতাদের উপরে নির্ভর করে না।’’

একই ভাবে কাজ করলে যে ইন্ডাস্ট্রির কোনও অগ্রগতি হবে না, তা স্পষ্ট করেছেন রিচা। তাঁর কথায়, ‘‘এখন তো প্রতিষ্ঠিত অভিনেতারাও পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তাঁদের পারফরম্যান্স যাতে আরও ভাল হয়, সেই চেষ্টাই করেন।’’

অতীতে অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে বিবেক অগ্নিহোত্রীর মতো অনেকেই বলেছেন যে, বলিউডে পরিবর্তনের প্রয়োজন। রিচা বলেন, ‘‘একজন তারকাকে নিয়ে একটা বড় বাজেটের ছবি ব্যর্থ হলে আর কেউ ঝুঁকি নিতে চান না। সকলেই অ্যাকশন এবং আইটেম গান চান। কিন্তু সময়ের সঙ্গে দেখা যাবে, আবিষ্কারই হল ইন্ডাস্ট্রির প্রাণভোমরা।’’

Advertisement
আরও পড়ুন