Salman Khan

‘আমার সঙ্গে ভুলেও এমন আচরণ নয়’, মেজাজ হারিয়ে ফের কাকে হুঁশিয়ারি দিলেন সলমন খান?

নিজেই স্বীকার করেছেন, এক সময় তাঁর মধ্যে ঔদ্ধত্য ছিল। পরিণতবোধ না থাকায় হঠকারী সিদ্ধান্তও নিয়েছেন জীবনে। কিন্তু এখন তিনি অনেক স‌ংযত। সব কাজ করেন বিবেচনা করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:১৩
Image of Salman Khan

সলমন জানিয়েছিলেন এখন তিনি অনেক সংযত, সব কাজ বিবেচনা করে করেন। ছবি: সংগৃহীত।

বর্তমানে তিনি লরেন্স বিশ্নোইদের নিশানায়। একের পর এক হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমন খানের বিরুদ্ধে। এই কৃষ্ণসারকেই পুজো করেন বিশ্নোই সম্প্রদায়ের মানুষ। তাই সলমনের উপর হামলা লরেন্স বিশ্নোইয়ের মূল লক্ষ্য। এমনকি তারকার বাড়ির সামনেও গুলিবর্ষণ করেছেন লরেন্স বিশ্নোইয়ের দলের দুষ্কৃতীরা। তার পরে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে তাঁর। নতুন বুলেটপ্রুফ গাড়ি করে যাতায়াত করছেন ভাইজান। নিজের আচার-আচরণেও নাকি পরিবর্তন এনেছেন তিনি! ‘বিগবস্ ১৮’-র মঞ্চে নিজেই স্বীকার করেছেন, এক সময় তার মধ্যে ঔদ্ধত্য ছিল। পরিণতবোধ না থাকায় হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন জীবনে। কিন্তু এখন তিনি অনেক সংযত। সব কাজ বিবেচনা করে করেন।

Advertisement

তবে এ সবের মধ্যে ফের মেজাজ হারালেন সলমন। সরাসরি তার হুঁশিয়ারি, “আমার সঙ্গে ভুলেও এমন আচরণ করবে না।” বর্তমানে ‘বিগবস্ ১৮’-র শুটিং নিয়ে ব্যস্ত ভাইজান। সেখানেই কাশিশ নামে এক প্রতিযোগীকে হুঁশিয়ারি দিলেন তিনি। ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে প্রত্যেক প্রতিযোগীকে নানা পরামর্শ দেন সলমন। কারও কারও ভাগ্যে জোটে তিরস্কার। তেমনই এ দিন কাশিশকে বাক্যবাণে বিদ্ধ করেন সলমন। কাশিশ কয়েক দিন আগেই দাবি করেছিলেন, অবিনাশ নামে এক প্রতিযোগী তাঁর সঙ্গে প্রেমের অভিনয় করার চেষ্টা করেছিলেন, যাতে বিগবসের ঘরে নতুন গল্প তৈরি করা যায়।

এই বিষয়ে পাল্টা কাশিশকেই কটাক্ষ করেন সলমন। কাশিশ বলেন, “দয়া করে আমাকে এক সেকেন্ডের জন্য কথাটা বলতে দিন।” সলমন ঝাঁঝালো স্বরে বলেন, “তোমাকে এক সেকেন্ডও বলতে দেওয়া হবে না।” উদ্ধত হয়ে কাশিশও ভাইজানকে বলে বসেন, “বেশ ঠিক আছে।” এ কথা শুনেই মেজাজ হারান ‘টাইগার’। সুর চড়িয়ে কাশিশকে ধমক দেন, “আমার সঙ্গে ভুলেও এই ভাবে কথা বলবে না। তা হলে বড় ভুল করবে।”

এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। অনুরাগীদের দাবি, ফের চেনা মেজাজে দেখা গেল সলমনকে। এত দিন বেশ চিন্তিত লাগছিল তাঁকে। অবশেষে জন্মদিনের সপ্তাহে দরাজ কণ্ঠে কথা বললেন সলমন। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে ব্যস্ত।

Advertisement
আরও পড়ুন