selena gomez

নৌকায় উত্তাল চুমু দুই প্রেমিকার! কালো পনিটেলে চেনা যায় এক জন সেলেনা, অন্য জন কে?

পর্দার বাইরেও রসায়ন গভীর দু’জনের। সেলেনা এবং কারা দীর্ঘ দিন ধরে বন্ধু। হুলুর জনপ্রিয় হত্যারহস্য শো ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ তাঁদের উষ্ণ সমীকরণ বহু বছরের চর্চায়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৯:৩০
প্রেমে পড়েছেন দুই অভিনেত্রী?

প্রেমে পড়েছেন দুই অভিনেত্রী?

সমুদ্র সফরে ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে শোরগোল। নৌকায় কালো বিকিনিতে দুই নারী। দু’জন দু’জনকে চুমু খেতে মগ্ন। তাঁদের মুখ দেখার উপায় নেই। কারা তাঁরা? অনুরাগীদের চোখকে অবশ্য ফাঁকি দেওয়ার উপায় নেই। কালো চুলের পনিটেল দেখে অনেকেই বুঝে গেলেন যে, তাঁদের মধ্যে এক জন অভিনেত্রী সেলেনা গোমেজ, বিপরীতে স্বর্ণকেশী, তাঁরই সহ-অভিনেত্রী কারা ডেলিভিং। জানা যায়, পর্দার বাইরেও রসায়ন গভীর দু’জনের। সেলেনা এবং কারা দীর্ঘ দিন ধরে বন্ধু। হুলুর জনপ্রিয় হত্যারহস্য শো ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ তাঁদের উষ্ণ সমীকরণ বহু বছরের চর্চায়। তবে নতুন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে পেশাদার সম্পর্ক বা বন্ধুত্ব ছাপিয়ে আরও বেশি কিছুর ইঙ্গিত মিলছে দুই তারকার আচরণে।

‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর দ্বিতীয় সিজনে কারা এবং সেলেনার মধ্যে প্রেমের সম্পর্কই চিত্রিত হয়েছিল। তবে শেষ দিকে তাঁদের রসায়নে লাগাম পরানো হয়। তাই কি পর্দার বাইরে উসুল করে নিচ্ছেন দুই নারী? তা নিয়ে হইচই হলিউডে। শোয়ের অনেক আগে গুজব ছড়িয়ে পড়েছিল যে, দু’জনের মধ্যে আরও কিছু ঘটতে পারে। ‘বন্ধুত্ব’ সীমানা ছাড়িয়ে যেতে পারে বলেও খবর চাউর হয়েছিল। তার মধ্যেই দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ায় জল্পনা বাড়ল।

Advertisement

ছবিতে দু’জনের পরনেই কালো ব্রা, তবে নিম্নাঙ্গের বেশ আলাদা রঙের। সেলেনা ছিলেন সাদা শর্টসে। কারা কালো বিকিনিতেই। চুমু খেতে খেতে তাঁরা পিষে দিচ্ছিলেন পরস্পরকে। যে দৃশ্য হৃদয়ে আগুন জ্বেলেছে অনুরাগীদেরও। দু’জনে প্রেমেই আছেন। তবে তাঁদের কাউকেই সমকামী বলে জানা যায়নি এর আগে।

Advertisement
আরও পড়ুন