Sushant Singh Rajput

সুশান্তের জীবন লক্ষ্যহীন ছিল না! মনে হয়নি ওর সাহায্যের প্রয়োজন: বিস্ফোরক কর্ণবীর

সুশান্তকে দেখে কখনওই মানসিক ভাবে বিপর্যস্ত মনে হয়নি কর্ণবীরের। তাঁর মতে, সুশান্ত জানতেন, পাঁচ বছর পরে তিনি নিজেকে কোথায় দেখতে চান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮:০৮
Bigg Boss 18 contestant revealed that he never felt that Sushant Singh Rajput needs help

সুশান্তকে নিয়ে কথা বললেন কর্ণবীর। ছবি: সংগৃহীত।

২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর খবরে ধাক্কা খেয়েছিল গোটা বলিউড। অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলা হয় বিস্তর। সুশান্তের মৃত্যু কি নিছক আত্মহত্যা? এই নিয়ে আজও প্রশ্ন থেকে গিয়েছে তাঁর অনুরাগীদের মনে। সম্প্রতি ‘বিগ বস্‌ ১৮’-র প্রতিযোগী তথা অভিনেতা কর্ণবীর মেহরাও এই প্রসঙ্গে কথা বললেন।

Advertisement

সুশান্তের সঙ্গে বন্ধুত্ব ছিল কর্ণবীরের। ‘বিগ বস্‌’-এর ঘরে তিনি জানান, মানুষ হিসাবে সুশান্ত খুবই গোছানো ছিলেন। মানসিক ভাবে তিনি বিপর্যস্ত ছিলেন, তাঁকে দেখে কখনওই এমন মনে হয়নি। ‘বিগ বস্‌’-এর ঘরে এক সাংবাদিকের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই সুশান্তের প্রসঙ্গ উঠে আসে।

২০১৪ সালে সুশান্তের সঙ্গে প্রথম দেখা কর্ণবীরের। সুশান্ত সম্পর্কে কর্ণবীর বলেন, “ও শুধু আমার বন্ধু ছিল, এমন নয়। ও আমার পরিবারেরই একজন ছিল।” সুশান্ত ও তাঁর মায়ের সঙ্গে তিনি খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে জানান ‘বিগ বস্‌’-এর প্রতিযোগী। প্রয়াত অভিনেতার জীবনযাপন যথেষ্ট গোছানো ছিল। কাজ থেকে বাড়ি ফেরার পরে মাটিতে বসেই খাওয়াদাওয়া সারতেন তিনি।

একটা সময় কর্ণবীর মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন প্রয়াত তারকা। কর্ণবীরের কথায়, “সুশান্ত আমাকে বহু ভাবে সাহায্য করেছিল। কাজের দিক থেকে সেই সময় আমি খুব পিছিয়ে পড়েছিলাম। সুশান্ত ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র ছিল। তাই ও আমাকে স্পষ্ট ভাষায় বুঝিয়েছিল। ও নিজের জীবনেও পরিকল্পনামাফিক চলত। ও জানত, পাঁচ বছর পরে ও নিজেকে কোথায় দেখতে চায়। সেই অনুযায়ীই জীবনযাপন করত।”

এই কারণে সুশান্তকে দেখে কখনওই মানসিক ভাবে বিপর্যস্ত মনে হয়নি কর্ণবীরের। তিনি বলেন, “সুশান্তের মৃত্যু বড় ধাক্কা ছিল আমার কাছে। ওর একটা ডায়েরি ছিল। সেখানে ও ১০-১২ জন পরিচালকের নাম লিখে রেখেছিল। ওর লক্ষ্য ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের সঙ্গে কাজ করবে। ও কিন্তু সত্যিই তাঁদের মধ্যে আট জনের সঙ্গে কাজ করে ফেলেছিল।”

Advertisement
আরও পড়ুন