Tina Datta

‘বিগ বস’ শেষ হতেই নতুন খবর দিলেন টিনা, ফিরছেন পর্দায়, কোথায় দেখবেন তাঁকে?

‘উত্তরণ’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন টিনা। ‘ইচ্ছা’ চরিত্রে সাড়া ফেলেছিলেন অভিনেত্রী। ‘বিগ বস ১৬’- তে বিতর্ক তাঁর পিছু ছাড়েনি।

Advertisement
সংবাদসংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০১
Post Salman Khan\\\\\\\\\\\\\\\'s reality show, Tina Datta to make a comeback on TV

‘বিগ বস ১৬’-র সেটে ঘন ঘন বিতর্কে জড়িয়ে শিরোনামে উঠে এসেছিল অভিনেত্রী টিনা দত্তের নাম। ফাইল চিত্র

‘বিগ বস ১৬’-র সেটে ঘন ঘন বিতর্কে জড়িয়েছেন তিনি। কিছু দিন আগেও বাঙালি অভিনেত্রী টিনা দত্তের নাম শিরোনামে উঠে এসেছিল। আর এক প্রতিযোগী শালিন ভানোতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, এমনই গুঞ্জন। তবে রবিবার মধ্যরাতে ‘বিগ বস ১৬’ চূড়ান্ত ফলাফল ঘোষণার দু’সপ্তাহ আগেই প্রতিযোগী হিসাবে বাতিল হয়ে গিয়েছিলেন টিনা। সম্প্রতি খবর দিলেন নতুন অনুষ্ঠান নিয়ে টিভির পর্দায় ফিরছেন। ধারাবাহিকের নাম ‘মেরে আপনে’। তুর্কিশ একটি অনুষ্ঠানের প্রেরণায় তৈরি হতে চলেছে সেটি।

স্বস্তিক প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শো-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তাহের শাব্বির, চেষ্টা ভগত, মোহিত অব্রোল এবং সুজয় রেউ। তারকাখচিত এই অনুষ্ঠান দর্শকের মন জয় করবে বলে আশা প্রযোজনা সংস্থার।

Advertisement

‘উত্তরণ’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন টিনা। এখানে তিনি ‘ইচ্ছা’ চরিত্রে অভিনয় করেছিলেন। ‘খতরোঁ কে খিলাড়ি’-র সপ্তম সিজনে এবং ‘বিগ বস ১৬’- তে দর্শক তাঁকে দেখেছে। তা ছাড়াও টিনাকে দেখা গিয়েছে ‘কর্মফলদাতা শনি’ ইত্যাদি অনেক ধারাবাহিকেই।

কানাঘুষো শোনা যাচ্ছে, একটি ছবিতেও চুক্তি স্বাক্ষর করেছেন টিনা। যদিও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনও।

Advertisement
আরও পড়ুন