Bhumi Pednekar

ঠোঁটে কারসাজি করিয়েছেন ভূমি! মিল নেই প্রথম ছবির সঙ্গে, জবাব দিলেন অভিনেত্রীর বোন

নেটপাড়ার একাংশের দাবি, ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন ভূমি। এ বার তাঁর হয়ে উত্তর দিলেন বোন সমীক্ষা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৮:২০
(বাঁ দিকে) সমীক্ষা পেডনেকর  ভূমি পেডনেকর (ডান দিকে)।

(বাঁ দিকে) সমীক্ষা পেডনেকর ভূমি পেডনেকর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অভিনয় জগতে বহু তারকাই কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন। তালিকা দীর্ঘ হলেও তা প্রকাশ্যে স্বীকার করেন না অনেকেই। কখনও নাক টিকলো করা, আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা— চাহিদা অনুযায়ী রূপ পেতে চিকিৎসকের শরণাপন্ন হন অনেক বলি তারকাই। তাঁদের চাহিদার কথা মাথায় রেখেই মুম্বইয়ে রয়েছে একাধিক সৌন্দর্য বৃদ্ধির ক্লিনিক। অস্ত্রোপচারের মাধ্যমে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের কারসাজির কথা অস্বীকার করেন তাঁরা। সম্প্রতি কর্ণ জোহর তাঁর ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সিরিজ়ে বোটক্স থেকে ফিলার, লিপ আপলিফমেন্টের মতো রূপটানের বিষয়কে প্রকাশ্যে এনেছেন। এ বার প্রশ্ন উঠেছে ভূমি পেডনেকরকে নিয়ে। ভোল বদলে ফেলেছেন ভূমি। নেটপাড়ার একাংশের দাবি, ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এ বার ভূমির হয়ে জবাব দিলেন তাঁর বোন সমীক্ষা পেডনেকর।

Advertisement

ভূমি এবং তাঁর বোন সমীক্ষাকে নাকি একই রকম দেখতে। এমনই দাবি নেটপাড়ার একটা বড় অংশের। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো দেন দুই বোন। সেখানে দেখা যায়, লিপস্টিক পরছেন দু’জনে। সেখান থেকেই শুরু বিতর্কের। ভূমির বোনের প্রশংসা করলেও অভিনেত্রীকে ট্রোল করেছেন অনেকেই। ওই ভিডিয়োতে এক জন লেখেন, ‘‘প্লাস্টিক-জীবন অবাক করার মতো।’’ অনেকেই আবার বলেন, অস্ত্রোপচার হয়েছে দুই বোনেরই। তাতেই সমীক্ষা লেখেন, "যখন আমাদের সার্জন এক থাকেন, তখন এমন হয়।’’ তাতেই এক জন লেখেন, ‘‘আমরা দু’জনের মধ্যে পার্থক্য বুঝতে পারি না।’’ এই কমেন্টের পাল্টা মন্তব্যে সমীক্ষা লিখেছেন, ‘‘হয়তো বাবা-মা এক!’’

Advertisement
আরও পড়ুন