Basanti Chatterjee

ক্যানসারে আক্রান্ত, ভেঙেছে পাঁজরের হাড়, বাসন্তীদেবীর জন্য মমতার কাছে আর্জি ভাস্বরের

২০২৪ সালে লম্বা সময় জুড়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নতুন বছরে ফের অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর হয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন ভাস্বর চট্টোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:১১
বাসন্তী চট্টোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি ভাস্বরের।

বাসন্তী চট্টোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি ভাস্বরের। ছবি: সংগৃহীত।

গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মাস কয়েক আগে হাসপাতাল থেকে ফিরেছেন। মাঝে বেশ অসুস্থ হয়ে পড়েন। সেই সময় প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও অন্যদের সহায়তায় সুস্থ হয়ে ফের ‘গীতা এলএলবি’-এর সেটে ফেরেন অভিনেত্রী। সম্প্রতি এই ধারবাহিকের এক বছরের উদ্‌যাপনেও শামিল হয়েছিলেন। চলছিল ঠিকই, কিন্তু ফের ছন্দপতন। পাঁজরের হাড় ভেঙেছে তাঁর। বাসন্তীদেবীর হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

Advertisement

ভাস্বরকে স্নেহ করেন বাসন্তীদেবী। সেটে তাঁর খোঁজখবর নেন নিয়মিত। তাঁর খেয়াল রাখেন ভাস্বর। তাই বাসন্তীদেবীর জন্য নিজের সমাজমাধ্যমে পোস্ট দিয়ে ভাস্বর লেখেন, ‘আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর।’ ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের প্রযোজক প্রতি বারই সাধ্যমতো সাহায্য করেছেন বাসন্তীদেবীকে।

এ বার সরকারের কাছে সাহায্য চেয়ে ভাস্বর লেখেন, ‘প্রতি বারের মতো স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এ ছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তা হলে ওঁর খুব সুবিধে হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।’ বাসন্তীদেবীর বয়স প্রায় ৮৫। সন্তান রয়েছে, স্বামী ছিলেন। তবে দাম্পত্যজীবনে সুখী হননি তিনি। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে আর্থিক অভাবের জেরে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে বাসন্তীদেবীকে।

Advertisement
আরও পড়ুন