New Bengali Web Series

বাংলা ওয়েব সিরিজ়ে পুনম পাণ্ডের ছায়া! সোহিনী-ইন্দ্রাশিস অভিনীত আখ্যানে আর কে কে রয়েছেন?

মুক্তির অপেক্ষায় রাজদীপ ঘোষ পরিচালিত নতুন ওয়েব সিরিজ় ‘@ফলোয়ার্স’। আনন্দবাজার অনলাইনে রইল চরিত্রদের ফার্স্ট লুক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ০৫:৫৯
Bengali actress Sohini Guha Roy debuts in web series starring Indrasish Roy and others

ওয়েব সিরিজ়ে (বাঁ দিকে) সোহিনী গুহ রায় এবং ইন্দ্রাশিস রায়ের লুক। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের জাঁতাকলে মানুষের জীবন জেরবার। লাইক, শেয়ার এবং সাবস‌ক্রাইবাবের মোহে কখনও কখনও মানুষ হারিয়ে ফেলে মূল্যবোধ। পরিচালক রাজদীপ ঘোষ তাঁর নতুন ওয়েব সিরিজ়ে সমাজমাধ্যমের এই বিপদকেই তুলে ধরেছেন। সিরিজ়ের নাম ‘@ফলোয়ার্স’। প্রকাশ্যে সিরিজ়ের চরিত্রদের ফার্স্ট লুক।

Advertisement
Bengali actress Sohini Guha Roy debuts in web series starring Indrasish Roy and others

ওয়েব সিরিজ়ে (বাঁ দিকে) সামিউল আলম এবং শান্তিলাল মুখোপাধ্যায়ের লুক। ছবি: সংগৃহীত।

এই সিরিজ়ের মাধ্যমেই ওয়েব সিরিজ়ে পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহরায়। সিরিজ়ের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সামিউল আলম, স্যান্ডি প্রমুখ। প্রথম ওয়েব সিরিজ় নিয়ে উচ্ছ্বসিত সোহিনী বললেন, ‘‘গল্পটা খুবই প্রাসঙ্গিক। সমাজমাধ্যম আমাদের জীবনের অংশ। কিন্তু সেটা আশীর্বাদ না কি অভিশাপ, তা আমাদের উপরেই নির্ভর করে। আমি আশাবাদী, দর্শক সিরিজ়টা পছন্দ করবেন।’’

ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা হিয়া (সোহিনী অভিনীত চরিত্র) ইন্ডাস্ট্রির ইঁদুরদৌড়ের শিকার। সমাজমাধ্যমে ফলোয়ার বাড়াতে তাই অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নেয় সে। তার টিমের সঙ্গে পরিকল্পনা করে সে নিজের মৃত্যুর গুজব ছড়ায়। তার পর পুলিশ তদন্তে নামলে একে একে সত্য প্রকাশ্যে আসতে থাকে। সিরিজ়ের গল্পের সঙ্গে সাম্প্রতিক একটি ঘটনার মিল রয়েছে। গত বছর বলিউডে মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে নতুন করে প্রচারের আলোয় চলে আসেন। এই সিরিজ় কি সেই ঘটনার দ্বারা অনুপ্রাণিত? তা নিয়ে অবশ্য নির্মাতারা মুখ খুলতে নারাজ। রাজদীপের কথায়, ‘‘ফলোয়ার চাই-ই চাই! এক অদ্ভুত মারণরোগে আমরা মেতে উঠেছি। প্রতিবাদ প্রয়োজন। আমার ভাষা সিনেমা। তাই বিষয়টা শুনেই সিরিজ় পরিচালনার জন্য রাজি হয়ে যাই।’’

এই সিরিজ়ের শুটিং শেষ হয়েছে। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। সিরিজ়টি খুব শীঘ্র ‘ক্লিক’-এ মুক্তি পাওয়ার কথা।

Advertisement
আরও পড়ুন