Celeb Life

লম্বা বিরতির পর ফের ছোট পর্দায় সৌমিলি, কোন ধারাবাহিকে দেখা মিলবে অভিনেত্রীর?

কর্মজীবনে দীর্ঘ খরা কাটিয়ে উঠে গত বছর ‘সাধক রামপ্রসাদ’-এ অভিনয় করেছিলেন সৌমিলি। এ বার তাঁর দেখা মিলবে নতুন ধারাবাহিক ‘পরিণীতা’য়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৭:১০
অনেক বছর পরে জি বাংলায় সৌমিলি বিশ্বাস।

অনেক বছর পরে জি বাংলায় সৌমিলি বিশ্বাস। ছবি: ফেসবুক।

কমবেশি ২১ বছরের অভিনয় জীবন। বড় পর্দা, ছোট পর্দায় মিলিয়ে সৌমিলি বিশ্বাস দর্শকের পছন্দের অভিনেত্রী। জি বাংলায় ‘জয় বাবা লোকনাথ’-এর পর অনেক দিন চ্যানেল থেকে দূরে ছিলেন। অবশেষে সেই দূরত্ব কমিয়ে জি বাংলার নতুন ধারাবাহিক ‘পরিণীতা’য় ফিরছেন তিনি। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন, নতুন ধারাবাহিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

Advertisement

ইতিমধ্যেই পাঁচ দিনের শুটিং সেরে ফেলেছেন সৌমিলি। ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

সৌমিলির কথায়, “এই ধারাবাহিকে নায়ক উদয়প্রতাপ সিংহের একমাত্র পিসির চরিত্রে আমি। বাবার কারণে আমার বিয়ে হয়নি। তাই বাবার বিরুদ্ধে উদয় ছাড়া একমাত্র প্রতিবাদ জানানোর সাহস আমার। ভাইপো, ভাইঝিদের যথেষ্ট আগলে রাখি। আমার মতো ওদের জীবনে যাতে খারাপ কিছু না ঘটে তার জন্য সারা ক্ষণ সজাগ।” চরিত্রটি নিয়ে এর বেশি বলতে নারাজ সৌমিলি।

লম্বা বিরতির পর ক্যামেরার মুখোমুখি। চেনা জগতে ফিরে ছন্দে ফিরেছেন সৌমিলি?

জবাবে ছোট্ট স‌ংশোধন করেছেন তিনি। বলেছেন, “কর্মজীবনে দীর্ঘ খরা কাটিয়ে উঠে গত বছর স্টার জলসায় ‘সাধক রামপ্রসাদ’-এ অভিনয় করেছিলাম। এ বছর ফের ধারাবাহিকে। তবে জি বাংলায় আমার শেষ কাজ ‘জয় বাবা লোকনাথ।’” ওই ধারাবাহিকে লোকনাথের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন
Advertisement