অভিনেতা সোহেল দত্ত। ছবি: সংগৃহীত।
দু’বছর পর ধারাবাহিকে ফিরলেন টলিপাড়ার তরুণ অভিনেতা সোহেল দত্ত। বয়স অল্প হলেও গত কয়েক বছরে রাজনীতির সঙ্গে সোহেলের যোগাযোগ পোক্ত হয়েছে। তার মাঝেই জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র মাধ্যমে ছোট পর্দায় প্রত্যাবর্তন করছেন সোহেল।
এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। কাহিনি অনুযায়ী সোহেল তাঁর তুতো ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। যৌথ পরিবারের ঐক্যের বার্তা পৌঁছে দেবে ধারাবাহিকের গল্প। সোহেলের চরিত্রটা সেখানে কী রকম? অভিনেতা জানালেন, তিনি ঋক নামের একটি খল চরিত্রে অভিনয় করছেন। এর আগে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দর্শক তাঁকে খল চরিত্রে দেখেছেন। সোহেল বললেন, ‘‘চেষ্টা করব চরিত্রটায় নতুনত্ব রাখতে, যাতে দর্শকের পছন্দ হয়।’’
২০০৬ সালে থেকে অভিনয় করছেন। ২০২১-এ রাজনীতির ময়দানে পা রাখেন সোহেল। প্রথমে বিজেপিতে যোগ দিলেও পরে যোগ দেন তৃণমূলে। রাজনীতিতে মন দেওয়ার কারণেই অভিনয় থেকে দূরত্ব বেড়েছে সোহেলের। পাশাপাশি, ব্যক্তিগত ব্যবসায় সময় দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘মাঝে বেশ কয়েকটা ধারাবাহিকের প্রস্তাব আসে। কিন্তু, ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত করতে পারিনি।’’
‘মিত্তির বাড়ি’র প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। অতীতে এই সংস্থার ধারাবাহিকে যেমন অভিনয় করেছেন, তেমনই প্রসেনজিতের সঙ্গে আগেও কাজ করেছেন সোহেল। বললেন, ‘‘একটা ছবিতে আমি বুম্বাকাকুর অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছিলাম। পরের ছবিতেই তাঁর ছেলের চরিত্রে অভিনয় করি। হায়দরাবাদে শুটিংয়ের মাঝে মিশুকের (প্রসেনজিতের ছেলে তৃষাণজিৎ) সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলাম।’’
গত কয়েক বছরে সোহেলকে নিয়ে বিভিন্ন সময়ে চর্চা হয়েছে। বিজেপিতে থাকাকালীন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে টলিপাড়ায় গুঞ্জন ছড়ায়। পরবর্তী সময়ে ছোট পর্দার অভিনেত্রী তিয়াশা লেপচার সঙ্গেও তাঁর নাম জড়ায়। সোহেলের দাবি, ‘‘আমি তাঁর (শ্রাবন্তী) হয়ে নির্বাচনের সময় প্রচুর পরিশ্রম করেছি। তিনিও সেটা মনে রেখেছেন। তিয়াশাও আমার খুব ভাল বন্ধু। ধারাবাবাহিকে ফিরছি জেনে আমাকে শুভেচ্ছাও জানিয়েছে।’’ কেরিয়ারের শুরুতেই অভিনেত্রীদের সঙ্গে তাঁকে নিয়ে গুঞ্জনকে কী ভাবে দেখেন সোহেল? অভিনেতা বললেন, ‘‘আমি বিশেষ পাত্তা দিই না। হাসি পায়। যাদের ট্রোল করার, করুক। আমি জানি, কী করছি। ট্রোলের অর্থ তো আমাকে নিয়ে কেউ ভাবছে!’’
প্রত্যাবর্তনে বিশ্বাসী সোহেল। তাঁর কথায়, ‘‘অভিনয় থেকে দূরত্ব বাড়লেও কোনও না কোনও কারণে মানুষ কিন্তু আমাকে ভুলে যাননি।’’ নতুন সফরের মাধ্যমে পুনরায় দর্শকের ভালবাসা আদায় করে নেওয়াটাই এখন তাঁর মূল লক্ষ্য। তবে পাশাপাশি রাজনীতিও যে তিনি সমান তালে চালিয়ে যাবেন, সে কথাও স্পষ্ট করলেন সোহেল। শুক্রবার থেকে ‘মিত্তির বাড়ি’র শুটিং শুরু হয়েছে।