Anjan Dutt theatre

জীবনের শেষ নির্দেশনা, নাট্যজীবনে ইতি টানতে ‘কিং লিয়র’কেই কেন বেছে নিলেন অঞ্জন দত্ত?

সোমবার অঞ্জন দত্তের শেষ নির্দেশিত নাটক ‘আরো একটা লিয়র’-এর প্রথম শো। সমসময় এবং রাজা লিয়রের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বললেন নির্দেশক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:০৪
Bengali director Anjan Dutt speaks about his new theatre production Aro Ekta Lear based on Shakespeare’s King Lear

‘আরো একটা লিয়র’ নাটকে নামভূমিকায় অভিনয় করছেন অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত।

কয়েক মাস আগে সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, তিনি আর একটিই মাত্র নাটক নির্দেশনা করবেন। তার পর থেকেই অঞ্জন দত্তের সিদ্ধান্ত নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা মত। জীবনের শেষ নাটকের জন্য অঞ্জন উইলিয়াম শেক্সপিয়রের শরণাপন্ন হয়েছেন। ব্রিটিশ নাট্যকারের ‘কিং লিয়র’কে সমকালীন প্রেক্ষাপটে পুনর্নির্মাণ করেছেন অঞ্জন। নাম দিয়েছেন ‘আরো একটা লিয়র’। সোমবার শহরে নাটকের প্রথম শোয়ের আগে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন অঞ্জন।

Advertisement

চলতি বছরেই তাঁর পরিচালিত এবং অভিনীত ‘চালচিত্র এখন’ সমালোচক মহলে প্রশংসিত হয়েছে, এনেছে একাধিক পুরস্কার। ছবিটির মতো এই নাটকটিও অঞ্জন নিজেই প্রযোজনা করছেন। অঞ্জন তাঁর নাটকে অন্ধকার একটি জগৎকে তুলে ধরতে চাইছেন। সেই মতো পোশাক পরিকল্পনা করেছেন ছন্দা দত্ত। কিং লিয়রের মেয়েদের চরিত্রে রয়েছেন যথাক্রমে সুদীপা বসু, কমলিকা বন্দ্যোপাধ্যায় এবং পর্ণা বন্দ্যোপাধ্যায়। গ্লস্টারের চরিত্রে রয়েছেন লোকনাথ দে এবং কেন্টের চরিত্রে রয়েছেন সুপ্রভাত দাস। এডমন্ডের চরিত্রে রয়েছেন শুভ্রসৌরভ দাস। নাটকের সঙ্গীতের মধ্যেও থাকছে পরীক্ষানিরীক্ষা।

অঞ্জন শুরু থেকেই থিয়েটারে অভিনয়ের ক্ষেত্রে শরীরী ভাষা এবং বয়স অনুযায়ী চরিত্র নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন। অঞ্জনের বয়স এখন ৭১ বছর। তাই তাঁর মতে, এর পর তিনি আর নাটকে অভিনয় করতে পারবেন না। অঞ্জনের কথায়, ‘‘এক সময়ে বাদল সরকার আমাকে তৈরি করেছিলেন। ‘গ্যালিলিও’ যখন করেছি, তখন আমি মধ্য-পঞ্চাশে। কিন্তু এ বার রিহার্সাল করতে গিয়ে বুঝেছি, এর পর আর মঞ্চে অভিনয় করতে পারব না।’’

Bengali director Anjan Dutt speaks about his new theatre production Aro Ekta Lear based on Shakespeare’s King Lear

‘আরো একটা লিয়র’ নাটকের মহড়ায় (বাঁ দিকে) অঞ্জন দত্ত এবং সুপ্রভাত দাস। ছবি সৌজন্যে: শীলভদ্র দত্ত।

কিন্তু শেষ নাটক হিসেবে ‘কিং লিয়র’কেই বা কেন বেছে নিলেন অঞ্জন, তার নেপথ্যেও যুক্তি রয়েছে তাঁর। বললেন, ‘‘ব্রেখ্‌ট এবং রবীন্দ্রনাথের নাটক করেছি। কিন্তু, এখনও পর্যন্ত শেক্সপিয়র করিনি। আর শেষ নাটক হলে ‘কিং লিয়র’-এর কোনও বিকল্প নেই।’’ নাটকে নামভূমিকায় অভিনয় করছেন অঞ্জন। তাঁর মতে, কেউ কেউ শুধুই নির্দেশক হন। কিন্তু, তিনি মূলত একজন অভিনেতা বলেই এই নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর যুক্তি, ‘‘‘ম্যাডলি বাঙালি’ থেকে ছবিতে ঢুকে পড়লাম। তার পর আমার সিংহভাগ ছবিতেই কিন্তু আমি কোনও না কোনও ভাবে ঢুকে পড়েছি। অর্থাৎ অভিনয় ছাড়া আমি দেখছি নতুন কিছু তৈরি করতে পারছি না।’’ কিন্তু আগামী দিনে অভিনয় না করে ছবি পরিচালনা করলেও করতে পারেন বলেই জানালেন অঞ্জন।

সারা বিশ্বে চর্চিত এই নাটটিকে বিভিন্ন সময়ে নানা ভাবে মঞ্চস্থ করা হয়েছে। তবে অঞ্জন জানালেন, পাশ্চাত্যের তুলনায় তিনি এ ক্ষেত্রে প্রাচ্যের শেক্সপিয়র আত্তীকরণের উপরে বেশি জোর দিয়েছেন। অঞ্জন বললেন, ‘‘এক সময়ে হিংসার কারণে পাশ্চাত্যে নাটকটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিং লিয়র কিন্তু বোকা রাজা নয়! আমি জাপান এবং রাশিয়ার ইন্টারপ্রিটেশন অনুসরণ করে লিখেছি।’’ ‘কিং লিয়র’ রাজনৈতিক নাটক। লিয়রকে অঞ্জন দুর্নীতিগ্রস্ত ভোগবাদী সমাজের প্রতীক হিসেবেই দেখতে চাইছেন। বললেন, ‘‘এটা তো সমকালীন সমস্যা। নিরঙ্কুশ ক্ষমতা মানেই দুর্নীতি। চারিদিকে তাকালেই সেটা বোঝা যায়।’’

বাঙালি নাট্যপ্রেমীদের কাছে কিং লিয়র হিসাবে এখনও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় উজ্জ্বল। সেখানে কোনও রকম তুলনায় যেতে রাজি নন অঞ্জন। তাঁর যুক্তি, ‘‘আগেই বলেছি, আমার নাটকটাই আলাদা। আমার লিয়র তো বদ্ধ উন্মাদ এবং বদমায়েশ এক চরিত্র, তাই তুলনা করার অবকাশ কম। তবুও দর্শক যদি তুলনা করেন, সেটা তাঁদের বিষয়।’’ অঞ্জন জানালেন, আগামী কয়েক মাসে ‘আরো একটা লিয়র’-এর বেশ কয়েকটি শো মঞ্চস্থ হবে।

আরও পড়ুন
Advertisement