Sreemoyee Chattoraj

তাপপ্রবাহে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে, কবে থেকে ধারাবাহিকে ফিরবেন শ্রীময়ী?

এপ্রিল মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীময়ী। বিরতির পর দ্রুত ধারাবাহিকের শুটিং শুরু করতে ইচ্ছুক অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৫:২৩
Bengali actress Sreemoyee Chattoraj wants to start serial shooting as soon as possible

শ্রীময়ী চট্টরাজ। ছবি: সংগৃহীত।

শহরের তাপমাত্রা এখন অনেকটাই কমেছে। গত মাসে যখন শহরে তাপপ্রবাহ চলছিল, তখন হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেত্রী শ্রীয়মী চট্টরাজকে। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন বেশ কয়েক দিন। কিন্তু অনুরাগীরা অভিনেত্রীর ধারাবাহিকে ফেরার অপেক্ষায় দিন গুনছেন।

Advertisement

শনিবার সমাজমাধ্যমে কিছু ভিডিয়ো ও ছবি পোস্ট করেছেন শ্রীময়ী, যা দেখে অনুরাগীদের একাংশের অনুমান, অভিনেত্রী কোথাও ছুটি কাটাচ্ছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল, শ্রীময়ী পরিবারকে নিয়ে দিন কয়েক আগে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বললেন, ‘‘এখন ফিরে এসেছি। আসলে, বাড়িতে আর বসে থাকতে ভাল লাগছিল না। কাঞ্চনও (মল্লিক) ভোটের কাজে ব্যস্ত। তাই পরিবারের সকলকে নিয়ে এক দিনের জন্য ঘুরে এলাম।’’

এই মুহূর্তে দর্শক শ্রীময়ীকে ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে দেখছেন। এপ্রিল মাসে অসুস্থ হওয়ার পর শুটিং থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। শ্রীময়ীর কথায়, ‘‘আমি প্রযোজনা সংস্থার থেকে দিন পনেরোর ছুটি চেয়েছিলাম। বলেছিলাম, সুস্থ হয়ে ফ্লোরে ফিরব। ওঁরা এককথায় রাজি হয়ে যান।’’

অসুস্থতার জন্য মাঝে কয়েক দিন সমাজমাধ্যম থেকেও দূরে ছিলেন শ্রীময়ী। ব্যতিক্রম ছিল স্বামী কাঞ্চনের জন্মদিনে শুভেচ্ছাবার্তা। শ্রীময়ী বললেন, ‘‘কিছুই পোস্ট করিনি। সুস্থ হওয়ার পর এ বার একটু পোস্ট করা শুরু করেছি। একটু পরিবারের সঙ্গে বেরোচ্ছি।’’ শ্রীময়ী জানালেন, অসুস্থতার সময় প্রযোজনা সংস্থা ছাড়াও ধারাবাহিকের ইউনিটের সদস্যরা নিয়মিত তাঁর খোঁজখবর নিয়েছেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমরা তো একটা পরিবারের মতো। প্রত্যেকে ফোন করে জানতে চেয়েছেন, কেমন আছি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’’ সমাজমাধ্যমেও তার অন্যথা হয়নি। শ্রীময়ী জানালেন, অনুরাগীরা নিয়মিত জানতে চেয়েছেন, অভিনেত্রীকে আবার কবে ছোট পর্দায় দেখা যাবে।

শ্রীময়ী এখন সুস্থ। তা হলে কবে থেকে আবার ফ্লোরে ফিরবেন তিনি? বললেন, ‘‘আমার কল টাইম পেয়ে গেলেই শুটিংয়ে ফিরব। আর অপেক্ষা করতে চাইছি না।’’

Advertisement
আরও পড়ুন