VD 12 movie update

চোট পেয়েছেন কাঁধে, তার পরেও ছবির শুটিং করছেন বিজয়, কেমন আছেন অভিনেতা?

বলিউডে বিজয়ের সময়টা খারাপ যাচ্ছে। তাঁর প্রথম হিন্দি ছবি ‘লাইগার’ বক্স অফিসে ব্যর্থ। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দর্শক বিজয়কে অর্জুনের চরিত্রে দেখেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:২৮
Actor Vijay Deverakonda sustains shoulder injury during VD 12 filming

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ছবি: সংগৃহীত।

ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতার টিমের তরফে এখনও এই প্রসঙ্গে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে খবর ছড়িয়ে পড়়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

Advertisement

এই মুহূর্তে ‘ভিডি টুয়েলভ’ ছবিটির শুটিং করছেন অভিনেতা। ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য রয়েছে। সূত্রের খবর, শুটিং ফ্লোরে সে রকমই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেতা। তবে চোট পাওয়ার পরেও বিজয় নাকি শুটিং বন্ধ করেননি। চোট নিয়েই তিনি কাজ চালিয়ে গিয়েছেন।

সূত্রের খবর, অভিনেতাকে আপাতত ফিজ়িয়োথেরাপি করাতে হচ্ছে। আগের তুলনায় এখন তিনি অনেকটাই ভাল আছেন। তবে কোনও মতেই শুটিং বন্ধ করতে রাজি নন তিনি। চোট সামলেই চরিত্রের জন্য প্রশিক্ষণ জারি রেখেছেন বিজয়। পাশাপাশি শুটিংও করছেন তিনি।

এই ছবিতে আরও এক বার অ্যাকশন অবতারেই দর্শকের সামনে হাজির হবেন বিজয়। তাই শুরু থেকে নিরাপত্তার কথা মাথায় রেখেই নির্মাতারা ছবির শুটিং শুরু করেছিলেন। তবু ঘটে গেল বিপদ। এই মুহূর্তে সেটে বিজয়ের সঙ্গেই থাকছেন চিকিৎসকেরা, যাতে ভবিষ্যতে সম্ভাব্য চোট এড়ানো সম্ভব হয়।

গত জুলাই মাসে এই ছবি থেকে অভিনেতার কয়েকটি লুক সমাজমাধ্যমে ফাঁস হয়। তার পর অনুরাগীদের সেই ছবিগুলো সমাজমাধ্যমে পোস্ট না করার জন্য অনুরোধও জানান বিজয়। অন্য দিকে বলিউডে বিজয়ের সময়টা খারাপ যাচ্ছে। তাঁর প্রথম হিন্দি ছবি ‘লাইগার’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দর্শক বিজয়কে অর্জুনের চরিত্রে দেখেছেন।

Advertisement
আরও পড়ুন