Chitra Sen health update

হাসপাতালেই ‘আম্মা’র জন্মদিন পালন! কেমন আছেন চিত্রা সেন? জানালেন পৌত্র ঋদ্ধি

বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন। রবিবার হাসপাতালেই তাঁর জন্মদিন পালন করেছেন নাতি ঋদ্ধি সেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ১৪:৪৭
Image of actor Chitra Sen and Riddhi Sen

(বাঁ দিকে) চিত্রা সেন। ঋদ্ধি সেন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ। হাসপাতালে ভর্তি রয়েছেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন। উল্লেখ্য, রবিবার ছিল অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে ‘আম্মা’কে শুভেচ্ছা জানালেন অভিনেত্রীর নাতি ঋদ্ধি সেন। একই সঙ্গে অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন কেমন, তা আনন্দবাজার অনলাইনকে জানালেন তিনি।

Advertisement

ঠাকুমা চিত্রা সেনকে ‘আম্মা’ ডাকেন ঋদ্ধি। রবিবার ফেসবুকে ‘আম্মা’র সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে ছোট্ট ঋদ্ধিকে খাইয়ে দিচ্ছেন চিত্রা। ঋদ্ধি লিখেছেন, ‘‘ফেলে আসা কবেকার, চেয়ে থাকা কড়িকাঠ/ মাথা ভরা ঝুল আর রংচটা গল্পে/ থেমে যেত এক গাল, বিস্ময়ে, ক্ষণকাল/ পিটপিট পিঁপড়ের মহাকাল ভ্রমণে।’’ ঠাকুমাকে শুভেচ্ছা জানিয়ে ঋদ্ধি লিখেছেন, ‘‘শুভ জন্মদিন আম্মা।’’

এর আগে মায়ের অসুস্থতা প্রসঙ্গে পুত্র কৌশিক সেন আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যের অভাবে সমস্যা দেখা দিয়েছিল। গরমের মধ্যে হতেই পারে এটা। আশঙ্কার কিছু নেই, এটাই স্বস্তিদায়ক।”

জন্মদিনে আম্মা হাসপাতালে ভর্তি। তাই একটু হলেও মনখারাপ ঋদ্ধির। তবে চিত্রাকে দেখতে রবিবার সকালেই সপরিবার হাসপাতালে পৌঁছেছিলেন ঋদ্ধি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন কেক। ঋদ্ধি বললেন, ‘‘আমাদের দেখে আম্মা খুব খুশি। ওখানেই কেক কেটে আমরা ওঁর জন্মদিন পালন করেছি।’’

এখন কেমন আছেন চিত্রা সেন? ঋদ্ধি বললেন, ‘‘এখন উনি সুস্থ। আগের থেকে ভাল আছেন। সোমবার হয়তো চিকিৎসকেরা ওঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন।’’

Advertisement
আরও পড়ুন