ওরির সাফল্যের নেপথ্যে কোন নারী রয়েছেন? ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেই বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন অঞ্চলে মদ্যপান করে বিপাকে পড়েছিলেন ওরি তথা ওরহান অবাত্রামণি। মন্দিরের আশপাশের এলাকায় মদ্যপান করা বা আমিষ খাওয়া নিষিদ্ধ। কিন্তু কাটরার এক হোটেলে সাত বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন ওরি, যার জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন ওরি। তবে বিতর্ক নিয়ে যেন একেবারেই ভাবিত নন ওরি। বরং তিনি আত্মমগ্ন থাকতেই ভালবাসেন। তাই পেশা নিয়ে জিজ্ঞেস করলেই ওরি বলেন, “আমি নিজেকে নিয়ে কাজ করি। নিজের জন্যই কাজ করি।”
বলিউডের প্রায় সব তারকার সঙ্গেই ওরির ঘনিষ্ঠ পরিচিতি রয়েছে। তারকাসন্তানদের সঙ্গে জমায়েতেও দেখা যায় তাঁকে। কিন্তু তিনি যে ঠিক কী করেন, তা এখনও স্পষ্ট নয়। কর্ণ জোহরের অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন, তাঁর নিজের একটি অফিসও রয়েছে। ওরির এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এক নারী। সমাজমাধ্যমে ওরির অংসখ্য অনুসরণকারী। বলিউডের সমস্ত পার্টিতেই তাঁর উপস্থিতি থাকেই। এই সবই নাকি সম্ভব হয়েছে সেই নারীর জন্য।
সেই নারী একসময় বলিউডের অভিনেত্রী ছিলেন। একটি সফল ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। সেই অভিনেত্রীর জন্যই আজ ওরি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। সম্প্রতি তিনি নিজেই এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন। বলিউডের এই প্রাক্তন অভিনেত্রী বর্তমানে ওরির আপ্তসহায়কের কাজ করেন। অভিনেত্রীর নাম কিম শর্মা। শাহরুখ খানের ‘মহব্বতে’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন কিম। তার পরে ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’ নামে একটি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
সাক্ষাৎকারে কিম জানিয়েছেন, ওরিকে নিয়ে মানুষের এই কৌতূহল জেনেবুঝেই তৈরি করা। তিনি বলেছেন, “ওরিকে নিয়ে রহস্য তৈরি করা আমাদেরই কৌশল ছিল। ইচ্ছে করেই ওরিকে নিয়ে তৈরি হওয়া প্রশ্নের কোনও উত্তর দিই না আমরা। সমাজমাধ্যমে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার মধ্যে ওরি অন্যতম। ও খুবই বুদ্ধিমান। কিন্তু ওকে প্রায়শই কটাক্ষের মুখোমুখি হতে হয়। তবে ও কিন্তু নেটপ্রভাবী নয়। বরং ও একজন উল্লেখযোগ্য প্রভাবশালী ব্যক্তি এবং প্রতিটি দিক থেকেই ওকে সেলেব্রিটি বলা যায়।”