অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডাকে মুখ্যমন্ত্রী লন্ডনে। কেলগ শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চ। সেখানেই ভাষণ চলাকালীন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। আরজি কর, সিঙ্গুর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সরাসরি প্রশ্ন। যে ঘটনার দায় নেয় স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার ব্রিটেন শাখা। যিনি মমতার দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন তিনি সুশীল ডোকওয়াল। প্রবাসী এই ভারতীয় এখন ব্রিটেনের নাগরিক। এর আগেও বিতর্কে জড়ান। তাঁর বিরুদ্ধে কনজ়ারভেটিভদের হয়ে প্রচারে হোয়াটসঅ্যাপে ঘৃণাভাষণ ছড়ানোর অভিযোগ ওঠে।