Arjun Rampal

Gabriella Demetriades: নিতম্ব নিয়ে কটাক্ষ অর্জুনের প্রেমিকাকে, মডেলিং জগতে সংগ্রামের কথা জানালেন গ্যাব্রিয়েলা

ইনস্টাগ্রামের আড্ডায় প্রেমিক অর্জুন এবং ছেলে আরিককে নিয়েও অনেক কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ২২:১৫
অর্জুন এবং গ্যাব্রিয়েলা।

অর্জুন এবং গ্যাব্রিয়েলা।

চেহারা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল অর্জুন রামপালের মডেল প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডেসকে। ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্ব খেলতে গিয়ে তিনি নিজেই জানিয়েছেন সেই কথা।

এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, মডেলিং জগতে কখনও তিনি বডি শেমিংয়ের শিকার হয়েছেন কিনা। গ্যাব্রিয়েলা জানিয়েছেন, তিনি যখন ফ্যাশনের দুনিয়ায় এসেছিলেন, তখন সেটি এত বৈচিত্রময় ছিল না। তিনি বললেন, “আমাকে বলা হয়েছিল আমার উচ্চতা কম।আমার নিতম্ব খুব বড়। অনেক সময় লেগেছিল এই কথাগুলো গা থেকে ঝেড়ে ফেলতে।”

Advertisement

ইনস্টাগ্রামের আড্ডায় প্রেমিক অর্জুন এবং ছেলে আরিককে নিয়েও অনেক কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

২০০৯ সালে আইপিএল-এর একটি পার্টিতে অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। তার কয়েক বছর পর তাঁরা সম্পর্কে আসেন। ২০১৯ সালে অর্জুনের সন্তানের জন্ম দেন গ্যাব্রিয়েলা।

Advertisement
আরও পড়ুন