Malaika Arora

ঘুম ভাল হয় অর্জুনের, মালাইকার সঙ্গে অভিনেতার অন্দরের কথা প্রকাশ্যে

মালাইকার প্রশংসায় পঞ্চমুখ। বেডরুমের গোপন কথা জানালেন অভিনেতা অর্জুন কপূর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪৭
অর্জুন কপূরের বেডরুমের গোপন কথা প্রকাশ্যে।

অর্জুন কপূরের বেডরুমের গোপন কথা প্রকাশ্যে। ছবি:ইনস্টাগ্রাম।

সম্পর্ক নিয়ে কখনও তেমন রাখঢাক রাখেননি অর্জুন কপূর-মালাইকা অরোরা। সেই দিক থেকে তাঁরা অন্য তারকা জুটিদের থেকে আলাদা। তাঁদের সম্পর্ক নিয়ে অনেকেই অখুশি। প্রথম প্রথম তো পরিবারের সম্মতি ছিল না। ১৩ বছরের বড় মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। তবে তাঁরা শক্ত ভাবে ধরে রেখেছেন একে অপরের হাত। তবে কখনওই মালাইকাকে নিয়ে কিংবা নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে বিশেষ স্বচ্ছন্দ নন অর্জুন। এ বার নিজের ‘কুত্তে’ ছবির প্রচারে মালাইকার সঙ্গে তাঁর রসায়নের বিশেষ একটি দিক তুলে ধরলেন অভিনেতা।

Advertisement

নিন্দকেরা যদিও বার বার আঙুল তুলেছেন মালাইকার দিকে। তিনি নাকি নষ্ট করছেন অর্জুনের জীবন। কিন্তু সকলের সামনে অর্জুন জানালেন, মালাইকাই তাঁর জন্য সঠিক মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মালাইকা আমাকে মাটির সঙ্গে জুড়ে থাকতে সাহায্য করে। কখনওই আমার উপর কিছু চাপিয়ে দেয় না।’’ একে অপরের দৃষ্টিভঙ্গিতে তাঁরা যেন একেবারে একে অপরের সমার্থক, জানালেন অভিনেতা। শেষে অর্জুনের সংযোজন, ‘‘মালাইকার জন্যই শান্তিতে ঘুমোতে পারি।’’

কবে বিয়ে করবেন মালাইকা, অর্জুন? প্রশ্নটা বার বার ঘুরেফিরে আসে। এক আড্ডায় সেই প্রশ্নেরই উত্তরে অর্জুন বলেন, “আগে নিজের পায়ের নীচের মাটি শক্ত করতে চাই। তার পর বিয়ে। অর্থনৈতিক ভাবে সাফল্যের কথা বলছি না। কিন্তু পেশাদার হিসাবে নিজেকে প্রমাণ করতে চাই।’’

Advertisement
আরও পড়ুন