arjun kapoor

ভাঙছে অর্জুন-মালাইকার সম্পর্ক? অর্জুনের বাহুডোরে যে অন্য কেউ

‘দ্য লেডি কিলার’ ছবিতে এই প্রথম একসঙ্গে কাজ করছেন অর্জুন-ভূমি। ছবির কাজ করতে গিয়েই কি বেড়েছে ঘনিষ্ঠতা?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২০:১১

ফের চর্চার কেন্দ্রে অর্জুন কপূর এবং মালাইকা অরোরার সম্পর্ক। মালাইকা নয়, ভূমি পেডনেকরের বাহুডোরে অর্জুনকে দেখে সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের মনে। অর্জুন-ভূমি পরস্পরকে জড়িয়ে। গভীর দ়ৃষ্টিতে তাকিয়ে একে অন্যের দিকে। এই দৃশ্য চোখে পড়তেই জল্পনা বাড়ছে অর্জুন-মালাইকার প্রেমের হাল নিয়ে। ‘দ্য লেডি কিলার’ ছবিতে এই প্রথম একসঙ্গে কাজ করছেন অর্জুন-ভূমি। সিমলায় এই ছবির কিছু দৃশ্যের শ্যুটিংও হয়েছে। সহ-অভিনেত্রীর কথা বলতে গিয়ে অর্জুন বলেছেন, ‘‘ভূমির সঙ্গে কাজ করতে পেরে আমি উত্তেজিত।’’ সেই উত্তেজনার বাঁধ কি তবে ভেঙে গিয়েছে? অর্জুন-ভূমি যে ভাবে কাছাকাছি, অপলক দেখছেন একে অন্যকে— তা যে অন্য কথা বলছে! ব্যস! টিনসেল নগরী মেতেছে নতুন গুঞ্জনে।

Advertisement

অর্জুন কপূর-মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে বরাবরই চর্চা বলিউডে। আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে মালাইকা ও অর্জুন তাঁদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি। দু’জনে একত্রবাস করছেন বেশ কয়েক বছর। পরস্পরের প্রেমে যে মজে রয়েছেন, তার পরিচয়ও পাওয়া গিয়েছে তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিতে। অর্জুনকে নিয়ে মালাইকার স্পষ্ট জবাব, ‘আমি ওর সঙ্গেই বৃদ্ধ হতে চাই।’এমন প্রেমিকাকে ছেড়ে ভূমির সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অর্জুন, তা মেনে নিতে পারছেন না অনেকেই। প্রশ্ন উঠছে, তবে কি চিড় ধরেছে অর্জুন মালাইকার সম্পর্কে? কী হবে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’-এর? চিন্তায় কপালে ভাঁজ মালাইকা ভক্তদের।

Advertisement
আরও পড়ুন