Anushka Sharma

‘মহিলার সঙ্গে অসভ্যতা করছে ওই ব্যক্তি!’ রাগে ফেটে পড়ে কী করেছিলেন অনুষ্কা?

একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে ব্যস্ত ছিলেন অনুষ্কা। সেই সাক্ষাৎকারের মাঝেই তাঁর চোখে পড়ে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করছেন এক ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ২০:২০
Anushka Sharma slammed a man who was misbehaving with a lady at an event video goes viral

অন্যায় দেখেই প্রতিবাদ করেছিলেন অনুষ্কা। ছবি: সংগৃহীত।

সোজাসাপটা স্বভাবের জন্য পরিচিত অনুষ্কা শর্মা। যে কোনও বিষয়ে রাখঢাক না করেই নিজের মতামত জানান অভিনেত্রী। চোখের সামনে অন্যায় দেখলে থেমে থাকেন না তিনি। অনুষ্কার এমনই এক ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে ব্যস্ত ছিলেন অনুষ্কা। সেই সাক্ষাৎকারের মাঝেই তাঁর চোখে পড়ে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান অনুষ্কা। সংবাদমাধ্যমের সামনেই রাগে ফেটে পড়েন তিনি। ঘটনা দেখামাত্র সেই ব্যক্তিকে চিহ্নিত করে ধমক দেন অনুষ্কা।

সাক্ষাৎকার দেওয়ার সময় বদলে যায় অনুষ্কার মুখের অভিব্যক্তি। রেগে গিয়ে চেঁচিয়ে ওঠেন, “পাগল নাকি? কী করছ? পিছনে সরে যাও।” অনুষ্ঠানের আয়োজকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, “কে এই ছেলেটা? এ তো অসভ্যতা করছে।” এই ভিডিয়ো বেশ কয়েক বছর আগের। তবে সম্প্রতি সমাজমাধ্যমে ফের সাড়া ফেলেছে এই ভিডিয়ো।

এই ভিডিয়ো দেখে অনুষ্কার প্রশংসায় মজেছেন নেটাগরিকেরা। এক জনের মন্তব্য, “এ ভাবেই প্রতিবাদ করা উচিত। অনুষ্কাকে কুর্নিশ অন্য এক মহিলার হয়ে সরব হওয়ার জন্য।” তবে নিন্দকেরা সব সময়ই অজুহাত খোঁজেন। এই ভিডিয়ো দেখে তাঁরা ট্রোল করছেন অভিনেত্রীকে। তাঁদের দাবি, “অনুষ্কাই পরবর্তী জয়া বচ্চন হয়ে উঠবে।” তবে তাঁদেরও যোগ্য জবাব দিয়ে মুখ বন্ধ করেছেন অনুষ্কার অনুরাগীরা। এক মহিলা লিখেছেন, “অনুষ্কা যথেষ্ট মিষ্টি মানুষ। কিন্তু এই অন্যায় দেখে প্রতিবাদ করায় বোঝাই যাচ্ছে, তিনি যথেষ্ট সাহসীও। মহিলাদের এ ভাবেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে।” উল্লেখ্য, অনুষ্কাকে শেষ দেখা গিয়েছে ২০১৮-র ছবি ‘জ়িরো’-তে। তার পরে বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন