Entertainment news

আলিয়াকে দেখে হাপুস নয়নে কান্না শেনের! ভাইরাল হওয়ার জন্য? জামাইয়ের হয়ে সাফাই দিলেন অনুরাগ

নেটপাড়ায় নিন্দকের অভাব নেই। ভিডিয়ো ভাইরাল হতেই শেনের দিকে ধেয়ে আসে কটাক্ষ। কয়েক জন নেটাগরিকের দাবি, বিয়ের আসরে মনযোগ আকর্ষণ করতেই নাকি কেঁদে ফেলেন শেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৬
Anurag Kashyap defends his son in law Shane Gregoire for breaking down during marriage

জামাইয়ের হয়ে কী বললেন অনুরাগ কাশ্যপ? ছবি: সংগৃহীত।

সদ্য বিয়ে করেছেন অনুরাগ-কন্যা আলিয়া কাশ্যপ ও শেন গ্রেগোয়া। দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন দু’জনে। গত বছর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শেন। অবশেষে সেই প্রেম পরিণতি পেল। তাই বিয়ের মণ্ডপেই আবেগপ্রবণ হয়ে পড়েন পাত্র। গোলাপি লেহঙ্গায় নববধূর বেশে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসছিলেন আলিয়া। প্রেয়সীকে এই রূপে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি শেন। সেই মুহূর্তের ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

তবে নেটপাড়ায় নিন্দকের অভাব নেই। ভিডিয়ো ভাইরাল হতেই শেনের দিকে ধেয়ে আসে কটাক্ষ। কয়েক জন নেটাগরিকের দাবি, বিয়ের আসরে মনোযোগ আকর্ষণ করতেই নাকি কেঁদে ফেলেন শেন। অনেকে আবার মনে করছেন, ভাইরাল হওয়ার তাগিদে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ বার এই বিতর্কে মুখ খুললেন স্বয়ং অনুরাগ কাশ্যপ। জামাইয়ের হয়ে ট্রোলারদের একহাত নিলেন পরিচালক।

সমাজমাধ্যমে অনুরাগ লেখেন, “আমার জামাই একজন স্পর্শকাতর মানুষ। ও আমার মেয়েকে যে ভাবে ভালবাসে, তা আমার কাছে একান্তই বিশেষ কিছু পাওয়া। তাই যাঁরা মনে করছেন, ও নজর কাড়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এ সব করেছে, তাঁদের কিছু বলার নেই। শেন-এর চেয়ে ভাল জামাই আমি আশাও করতে পারি না। আমি আলিয়ার বাবা হয়েও ওর ধারেকাছে আসি না।”

বিয়ের জন্য রঙিন পাথরখচিত হালকা গোলাপি রঙের একটি লেহঙ্গা বেছে নিয়েছিলেন আলিয়া। চুল ছিল খোলা। মাথায় ঘোমটা। সঙ্গে মানানসই গয়না। অন্য দিকে শেন পরেছিলেন একটি সোনালি রঙের শেরোয়ানি। বিয়ের আদুরে মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন নবদম্পতি। আলিয়া-শেনের বিয়েতে উপস্থিত ছিলেন খুশি কপূর, বেদাঙ্গ রায়না, সুহানা খান, অগস্ত্য নন্দা, অভিষেক বচ্চন, ববি দেওল, এসেছিলেন সপরিবার সানি লিওন, ইমতিয়াজ় আলি, নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, কল্কি কেকলাঁ এবং ওরি।

Advertisement
আরও পড়ুন