Anupam Kher

Anupam Kher: ‘ইমার্জেন্সি’র জয়প্রকাশ নারায়ণ হয়ে পর্দায় অনুপম, প্রকাশ্যে প্রথম ঝলক

জরুরি অবস্থায় ভারতের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক ছবি। চর্চায় কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। তাতেই জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অনুপম খের।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১১:১২
এ বার নতুন ভূমিকায় অনুপম।

এ বার নতুন ভূমিকায় অনুপম।

এর আগে তাঁর ‘দ্য কাশ্মীর ফাইলস’ গোটা দেশে ঝড় তুলেছিল। ফের এমন এক ছবিতে দেখা যাবে অনুপম খেরকে, যার ঘোষণার পর থেকেই সঙ্গী হয়েছে বিতর্ক। কঙ্গনা রানাউতের পরিচালনায় ‘ইমার্জেন্সি’-তে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় থাকছেন অনুপম। প্রকাশ্যে এল সেই চরিত্রের প্রথম ঝলক।

১৯৭৫ থেকে ১৯৭৭। জরুরি অবস্থা জারির পরে এ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছবি। মুম্বই সংবাদমাধ্যমের খবর, ‘ইমার্জেন্সি’-র ঘোষণা হওয়ার পর থেকেই শোরগোল শুরু হয়েছে বলিউড থেকে রাজনৈতিক মহল সর্বত্রই। ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় কঙ্গনা নিজে। কাঁচাপাকা চুল, প্রস্থেটিক মেকআপে একেবারে অবিকল চেহারা। তার পরেই নতুন করে প্রতিবাদে সামিল কংগ্রেস। বিজেপির হয়ে ইন্দিরার অবমাননা করছেন কঙ্গনা— এমন অভিযোগ তুলেছে মধ্যপ্রদেশ কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে সে রাজ্যের বিজেপি শিবিরও।

Advertisement
ছবিতে ইন্দিরা ও জয়প্রকাশ।

ছবিতে ইন্দিরা ও জয়প্রকাশ।

এ সবের মধ্যেই ফের প্রকাশ্যে এল ছবির আর এক চরিত্র। জয়প্রকাশ নারায়ণ। সেই ভূমিকাতেই দেখা যাবে অনুপমকে। প্রথম ঝলক বলছে, বাস্তবের জয়প্রকাশের মতোই হয়ে উঠেছেন অনুপমও। সত্তরের দশকে ইন্দিরা গাঁধীর অন্যতম বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন জয়প্রকাশ। ফলে ছবিতে অনুপমের চরিত্রটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

কিছু দিন আগেই কাশ্মিরী পণ্ডিত হয়ে সারা দেশে আলোড়ন ফেলেছিলেন অনুপম। এ বার জয়প্রকাশের চরিত্রেও কি একই ভাবে নজর কাড়তে চলেছেন বর্ষীয়ান অভিনেতা? আগের বারের মতো এ বারেও কি তাঁকে ঘিরে রাখবে বিতর্ক? জবাব মেলার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন
Advertisement