Ankita Lokhande

সুশান্তের নাম মুখে এনে ফের সমালোচিত অঙ্কিতা! তবে কড়া জবাব দিলেন অভিনেত্রী

বিগ বস্‌-এর ঘরে সুশান্তের নাম করে অঙ্কিতা দর্শকের নজরে থাকার চেষ্টা করছেন, এমন কথাও শোনা গিয়েছিল। তবে বাকিদের কথায় যে বিশেষ পাত্তা দেন না অঙ্কিতা, সেটা আরও এক বার মনে করিয়ে দিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৪ ২১:০৭
Ankita Lokhande On Discussing Ex-Boyfriend Sushant Singh Rajput

অঙ্কিতা লোখন্ডে এবং সুশান্ত সিংহ রাজপুত। ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুত নেই। কিন্তু তাঁর প্রাক্তন প্রেমিকার কথায় বার বার উঠে আসে তাঁর নাম। ‘বিগ বস্‌ ১৭’-এর ঘরে অঙ্কিতা লোখন্ডে কথা প্রসঙ্গে টেনে এনেছেন সুশান্তের নাম। সুশান্ত তাঁর জীবনে কতটা জায়গা জুড়ে ছিলেন তা অকপটে বলতে দ্বিধা করেন না অঙ্কিতা। কিন্তু কথায় কথায় সুশান্তের নাম করার এই বিষয়টি সব সময় ভাল চোখে দেখেন না অভিনেতার অনুরাগীরা। বিগ বস্‌-এর ঘরে সুশান্তের নাম করে অঙ্কিতা দর্শকের নজরে থাকার চেষ্টা করছেন, এমন কথাও শোনা গিয়েছিল। তবে বাকিদের কথায় যে বিশেষ পাত্তা দেন না অঙ্কিতা, সেটা আরও এক বার মনে করিয়ে দিলেন। অঙ্কিতা বলেন, ‘‘আমি লোকের কথা শুনি না। এখনও আমার আর ভিকির সম্পর্ক নিয়ে চর্চা হয়। কিন্তু আমি কাউকে কৈফিয়ত দিতে চাই না।’’

Advertisement

‘বিগ বস্‌’-এর ঘরে যাওয়ার পর থেকে অঙ্কিতা-ভিকিকে নিয়ে চর্চার শেষ নেই। ‘বিগ বস্’-এর ঘরে দু’জনের সম্পর্কের সমীকরণ এক সময় রোজের আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সুশান্তের নামও বলতেন অঙ্কিতা। সেটা নিয়েও চর্চা হত আরও বেশি। কিন্তু সমালোচনার মুখে পিছু হটার মেয়ে যে তিনি নন, সেটা বার বার বুঝিয়ে দিয়েছেন অঙ্কিতা। আরও এক বার স্পষ্ট করলেন সে বিষয়ে। অঙ্কিতা বললেন, ‘‘আমি কার নাম করব, সে বিষয়ে কারও থেকে অনুমতি নেব না।’’

Advertisement
আরও পড়ুন