Singer Anindya Bose

‘একটু তার কেটে গিয়েছিল’, ক্ষমা চাইলেন অনিন্দ্য! ‘পাঁচটা ঘুমের ওষুধ খেয়ে নেয়’, জানালেন সিধু

শুক্রবার সমাজমাধ্যমে স্বেচ্ছামৃত্যুর কথা জানান ‘শহর’ খ্যাত অনিন্দ্য। তার পর অবশ্য সে পোস্ট মুছেও ফেলেন। কিন্তু তার আগেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। ঘটনার ২৪ ঘণ্টার আগেই ক্ষমা চাইলেন শিল্পী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ২০:১৬
Cacutus Band Singer Sidhu Opens Up About Anindya Bose Mental Health

শুক্রবার স্বেচ্ছামৃত্যুর কথা জানান অনিন্দ্য, শিল্পীর স্বাস্থ্যের হালহকিকত জানালেন সিধু। ছবি: ফেসবুক।

শুক্রবার রাতেই চাঞ্চল্যকর পোস্ট দেন ‘শহর’ খ্যাত গায়ক অনিন্দ্য বসু। স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চান শিল্পী। পোস্ট দেখে অনিন্দ্যর বাড়িতে ছুটে যান ‘ক্যাকটাস’-এর সিদ্ধার্থ রায় ওরফে সিধু। ঠিক কী হয়েছিল শুক্রবার রাতে?

Advertisement

আনন্দবাজার অনলাইনকে গায়ক সিধু বলেন, ‘‘বেশ কয়েক দিন ধরেই অবসাদে রয়েছে অনিন্দ্য। একাই থাকেন। এমনিতেই খুব একটা সমাজমাধ্যমে সক্রিয় নই। তবে শুক্রবার পোস্টটা দেখার পর গাড়ি নিয়ে ওঁর বাড়ি যাই। সেই সময় নেশাচ্ছন্ন ছিল। এই পরিস্থিতিতে নিজের বাড়িতে অনিন্দ্যকে নিয়ে আসি। এমনিতেই শুনেছি অবসাদের কারণে কিছু ওষুধ খান। শুক্রবার প্রায় পাঁচটা ঘুমের ওষুধ খেয়ে ফেলে।’’

সিধু আরও বলেন, ‘‘ওকে বাড়ি নিয়ে আসার পর খানিকটা বমি করে। এর পর রাতে ভাল ভাবে ঘুমায়। সকাল ১০টা নাগাদ আমি বাড়ি ছেড়ে দিয়ে আসি তাঁকে। তবে কী কারণে অনিন্দ্য অবসাদে ভুগছে, সেই বিষয়ে কিছু বলতে চাই না।’’ গায়ক হওয়ার পাশাপাশি সিধু ডিগ্রিধারী ডাক্তারও। তাই বন্ধুর বিপদে খুব বেশি সময় নষ্ট না করেই ছুটে যান তাঁর বাড়ি।

এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটার আগেই ফের পোস্ট অনিন্দ্যর। এ বার নিজের স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে খানিকটা আশ্বস্ত করলেন অনুরাগীদের। শিল্পী লেখেন, ‘‘আমি আবেগপ্রবণ। মনখারাপের কথা বলে ফেলি। কালকেও তেমনই একটা ঘটনা ঘটিয়েছি। আমার তার কেটে গেছিল। সকলের কাছে ক্ষমা চাইছি। যাঁরা আমাকে ভালবাসেন তাঁদের কাছে।’’

Advertisement
আরও পড়ুন