Harsh Varrdhan Kapoor

বলিউডের ‘খারাপ সময়ে’ পরামর্শ অনিল-পুত্রের, কোন পথের হদিশ দিলেন হর্ষবর্ধন?

প্রথম থেকেই হর্ষবর্ধন বেছে কাজ করেন। ‘থর’ ছাড়াও তাঁকে ‘ভবেশ জোশি: দ্য সুপারহিরো’ ছবিতে দেখেছেন দর্শক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৩:০৫
image of Harsh Varrdhan Kapoor

অভিনেতা হর্ষবর্ধন কপূর। ছবি: সংগৃহীত।

গত এক বছর বলিউডের বুঝি ‘খারাপ’ সময় চলছে। একের পর এক ছবির ব্যর্থ। প্রযোজক থেকে শুরু করে অভিনেতা— সকলেরই কপালে চিন্তার ভাঁজ। অনিল কপূরের ছেলে অভিনেতা হর্ষবর্ধন কপূর এই প্রসঙ্গে তাঁর মতামত স্পষ্ট করেছেন।

Advertisement

সমাজমাধ্যমে হর্ষবর্ধন বলিউডের তারকা প্রীতির সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি মনে করেন বলিউডে এমন ছবি তৈরি হওয়া প্রয়োজন যার বাজে মধ্যমমানের, কিন্তু গুণমানে উন্নত। সম্প্রতি সমাজমাধ্যমে এক সিনেপ্রেমী বলিউডে প্রথম সারির অভিনেতাদের সীমাবদ্ধতা নিয়ে একটি পোস্ট করেন। তার উত্তরে হর্ষবর্ধন লেখেন, ‘‘অতীতেও যা হয়েছে, সেই ভাবে বলিউডে শুধুই তারকা এবং ফর্মুলা মেনে ছবি তৈরি বন্ধ হোক।’’

হর্ষবর্ধনের মতে, প্রযোজকদের এখন স্বল্প বাজেটের উন্নতমানের ছবি তৈরির দিকে মনোনিবেশ করা উচিত। অভিনেতা লেখেন, ‘‘৮ থেকে ১৫ কোটি টাকার মধ্যে ছবি তৈরি হোক, যাতে প্রযোজকেরা তাঁদের টাকা ফেরত পান।’’ এই প্রসঙ্গেই হর্ষবর্ধন তাঁর ‘থর’ ছবিটির উদাবহারণ দিয়েছেন। জানিয়েছেন মাত্র ২০ কোটি টাকা খরচ করে ছবিটি তৈরি হয় এবং সেটা পর্দায় দেখতে দর্শকের ভাল লেগেছে। ‘রে’ খ্যাত অভিনেতার প্রশ্ন, ‘‘এই ছবিটার থেকে দু-তিন গুণ বেশি খরচে তৈরি ছবি তা হলে কেন দর্শকের পছন্দ হচ্ছে না?’’

বলিউড সার্বিক ভাবে সাফল্যের মুখ কেন দেখছে না, সেই প্রসঙ্গেও হর্ষবর্ধন তাঁর মতামত জানিয়েছেন। অভিনেতা লেখেন, ‘‘২০২৫ সালে দাঁড়িয়েও বলিউডে যে ছবিগুলি তৈরি করা হচ্ছে, সেগুলি আশির দশকের মতো এবং গুণগত দিক থেকে একেবারেই উন্নত নয়।’’

বলিউডে শুরু থেকেই হর্ষবর্ধন বেছে কাজ করেন। ‘থর’ ছাড়াও তাঁকে ‘ভবেশ জোশি: দ্য সুপারহিরো’ ছবিতে দেখেছেন দর্শক।

Advertisement
আরও পড়ুন