amy jackson

বলিউডে নবজাতকদের ভিড়, দুই থেকে তিন অক্ষয়-রজনীর নায়িকা! সদ্যোজাত পুত্র না কন্যা?

নায়িকার এটি দ্বিতীয় বিয়ে। দু’বারই তিনি পুত্রসন্তানের জননী। সদ্য মা হয়েই ছেলের নামকরণ করে ফেলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১০:৩১
অ্যামি জ্যাকসন অক্ষয় কুমার-রজনীকান্তের নায়িকা।

অ্যামি জ্যাকসন অক্ষয় কুমার-রজনীকান্তের নায়িকা। ছবি: সংগৃহীত।

সোমবার রাতে আথিয়া শেট্টি-কে এল রাহুলের কোলে কন্যাসন্তান এসেছে। তার কিছু ক্ষণের মধ্যেই আবারও সুখবর। দ্বিতীয় বার মা হলেন তিনি। এ দিন রাতে সমাজমাধ্যমে পুত্রসন্তান হওয়ার সুখবর ভাগ করে নেন দুই নায়কের চর্চিত ছবি ‘২.০’-এর নায়িকা অ্যামি জ্যাকসন। ছেলের জন্মের সঙ্গে সঙ্গেই নামকরণও করেছেন তাঁরা। একরত্তিকে তোয়ালে মুড়ে প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রী লিখে জানিয়েছেন, “স্বাগত অস্কার আলেকজ়ান্ডার ওয়েস্টউইক।” খবর ছড়াতেই অনুরাগীদের দাবি, ‘অস্কার’ পেলেন নায়িকা!

Advertisement

গত বছর এড ওয়েস্টউইককে অ্যামি দ্বিতীয় বার বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্বামীর প্রথম সন্তান অস্কার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই অ্যামি আর এড যৌথ ভাবে খুশির খবর ছড়িয়ে দেন। প্রসঙ্গত, গত বছরের শেষ থেকেই গর্ভধারণের প্রতিটি ধাপের অভিজ্ঞতা অভিনেত্রী ভাগ করে নিচ্ছিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে। নরম পশমের পোশাকের উপরে সাদা তোয়ালে জড়িয়ে সদ্যোজাতের ছবি তোলেন। তোয়ালের এক কোণায় লেখা অস্কার, যা নবজাতকের নাম। এড-অ্যামির আনন্দের নানা মুহূর্ত ক্যামেরায় বন্দি হয়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। একটি ছবিতে দেখা গিয়েছে, নতুন মাকে আদরে ভরিয়ে দিচ্ছেন এড। অন্যটিতে তিনি চুম্বন করছেন নবজাতককে। নতুন মা-বাবা এ দিন সাদা পোশাকে নিজেদের সাজিয়েছিলেন।

২০১৯-এ এক হোটেল মালিক জর্জ পানাইওটোর সঙ্গে বাগ্‌দান হয়েছিল অ্যামির। তাঁদের একটি পুত্রসন্তান হয়েছিল। ছেলের নাম রাখেন আন্দ্রেয়াস। ২০২১-এ তাঁদের বিচ্ছেদ হয়। এর পর ২০২২-এ এডের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। ২০২৪-এর অগস্টে তাঁরা বিয়ে করেন। বলিউডে অ্যামির প্রথম ছবি ‘এক দিওয়ানা থা’। নায়ক প্রতীক বব্বর। তাঁর ঝুলিতে ‘২.০’, ‘রজনীকান্ত’, ‘সিং ইজ় ব্লিং’, ‘ক্র্যাক’-এর মতো ছবি রয়েছে।

Advertisement
আরও পড়ুন